তিরুঅনন্তপুরম (কেরালা), 5 অক্টোবর : কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে (Congress President Polls) লড়ছেন সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ৷ এই লড়াইয়ে তিনি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) পাশে পেয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন ৷ যদিও শশীর দাবি, তিনি মনোনয়ন প্রত্যাহার করুন, এমনটা অনেকেই চান ৷ সেই দাবি কংগ্রেসের ওই নেতারা রাহুলের কাছেও জানিয়েছেন ৷
কেরালার তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর সেখানে ভোটের প্রচারের জন্য হাজির হয়েছিলেন ৷ সেই প্রচারের মাঝে তিনি দাবি করলেন, তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য কখনোই বলবেন না বলে রাহুল ৷ সোনিয়া-পুত্রের কাছ থেকেই তিনি এমনটা জেনেছেন ৷ কারণ হিসেবে শশীর ব্যাখ্যা, রাহুল গত 10 বছর ধরে চান কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে লড়াই হোক ৷ তাই তাঁর অবশ্যই এই ভোটে লড়াই করা উচিত, এমনটাই তাঁকে রাহুল জানিয়েছেন ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শশী থারুর জানেন যে তাঁর প্রতিপক্ষ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এই ভোটে তাঁর চেয়ে রাজনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে ৷ তাছাড়া খাড়গের দিকে সমর্থনও বাড়ছে ৷ এই পরিস্থিতিতে নিজেকে লড়াইয়ে রাখতে রাহুল তাঁর পাশে রয়েছেন বলে বার্তা দিতে চাইলেন এটা বলে যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি তাঁকে লড়াইয়ে থাকতে বলেছেন ৷ তবে রাহুল ঠিক কী চান, তা এখনও স্পষ্ট করেননি ৷
এদিকে কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে সুধাকরণ প্রকাশ্যে মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন ৷ যদিও সোমবারই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল যে এআইসিসি-র সাধারণ সম্পাদক থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি-সহ দলের কোনও সংগঠনের কোনও পদাধিকারীই কারও পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না ৷ তার পরও কে সুধাকরণের মন্তব্য আসলে কংগ্রেসের অন্দরের একটা অংশের মনোভাব স্পষ্ট করছে বলে রাজনৈতিক মহলের মত ৷