নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: দিল্লির ঐতিহাসিক রাজপথের (Rajpath) নাম বদলে করা হয়েছে কর্তব্য পথ (Kartavya Path) ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের (Government of India) এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর (Shashi Tharoor) ৷ তাঁর ব্যঙ্গাত্মক প্রস্তাব, এবার তাহলে দেশের সবক'টি রাজভবনের (Raj Bhavan) নাম বদলে কর্তব্য ভবন (Kartavya Bhavan) করে দেওয়া হোক !
বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন শশী থারুর ৷ তিনি লিখেছেন, "যদি রাজপথের নাম বদলে কর্তব্য পথ করা হয়, তাহলে কি সমস্ত রাজভবনের নাম বদলে কর্তব্য ভবন করা উচিত নয় ?" এর সঙ্গেই শশী যোগ করেন, "এখানেই থেমে গেলেন কেন ? রাজস্থানের নামও বদলে কর্তব্যস্থান করে দিন !"
আরও পড়ুন:কংগ্রেস সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি শীঘ্রই, ইটিভি ভারতকে জানালেন মধুসূদন
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গত 8 সেপ্টেম্বর রাজপথের নাম আনুষ্ঠানিকভাবে বদলে এই রাস্তাকে কর্তব্য পথ হিসাবে ঘোষণা করেন ৷ তার উদ্বোধনও করা হয় ৷ এক্ষেত্রে মোদির যুক্ত ছিল, রাজপথ শব্দটি আদতে ক্ষমতার প্রতীক ! কিন্তু, কর্তব্য পথ বলতে আমজনতার মালিকানা ও ক্ষমতায়ন বোঝায় ! ওই একই দিনে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও উন্মোচন করেন মোদি ৷
গত 8 সেপ্টেম্বর কর্তব্য পথের উদ্বোধন করে মোদি তাঁর ভাষণে বলেছিলেন, "আজ আমরা আগামীর ছবিতে নতুন রং ভরছি ৷ অতীতকে পিছনে ফেলে এগিয়ে চলেছি ৷ আজ সর্বত্রই নতুন রশ্মির প্রকাশ ঘটেছে ৷ এই রশ্মি আদতে নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক ৷" রাজপথের নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোদি বলেন, "রাজপথ আদতে দাসত্বের প্রতীক ৷ কিন্তু, এই মুহূর্ত থেকে তা ইতিহাসে চলে গেল এবং চিরকালের জন্য মুছে গেল ৷ আজ এই কর্তব্য পথ থেকে নতুন ইতিহাস শুরু হল ৷ দেশের সমস্ত নাগরিককে তাঁদের স্বাধীনতার জন্য আমি অভিনন্দন জানাতে চাই ৷ এটি স্বাধীনতার অমৃত কাল ৷"
প্রধানমন্ত্রীর দাবি, কর্তব্য পথ শুধুমাত্র ইট, পাথরের তৈরি কোনও রাস্তা নয় ৷ এই পথ ভারতের গণতন্ত্র এবং আদর্শের প্রতীক ৷ তবে, রাজপথের নাম পরিবর্তনে মোদি যে যুক্তিই দেখান না কেন, শশী থারুরের মতো পোড় খাওয়া রাজনীতিক যে তাতে বিশ্বাস করেন না, তা তাঁর উপরোক্ত কটাক্ষ থেকেই স্পষ্ট ৷