নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদের জন্য নির্বাচনে (Congress President Election) লড়ছেন দলের প্রবীণ নেতা শশী থারুর (Shashi Tharoor) ৷ শুক্রবার তিনি তাঁর নির্বাচনী ইস্তাহার (Poll Manifesto) প্রকাশ্যে আসতেই শুরু নয়া বিতর্ক ৷ কারণ, ইস্তাহারে ভারতের যে মানচিত্র আঁকা হয়েছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখের একাংশ উধাও হয়ে গিয়েছিল (Controversy over wrong Map of India) ! এই খুঁত নজরে আসরে নামে বিজেপি ৷ তাদের একের পর এক কটাক্ষের জবাব দেয় কংগ্রেসও ৷ যদিও সূত্রের দাবি, ইতিমধ্য়েই এই ঘটনার জন্য 'নিঃশর্ত ক্ষমা প্রার্থনা' (Apologise Unconditionally) করেছেন শশী ৷ পরবর্তীতে এই 'গুরুতর ত্রুটি' শুধরেও নেওয়া হয়েছে ৷
বিষয়টি নিয়ে টুইটারে ঝড় তুলেছেন গেরুয়া শিবিরে নেতা থেকে শুরু করে বিজেপি-এর অনুগামী ও সমর্থকরা ৷ টুইট করেছেন বিজেপি-এর আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ পালটা জবাব দিয়েছেন জয়রাম রমেশ ৷ তাঁর বক্তব্য, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) দেখে ভয় পেয়েছে বিজেপি ৷ সেই কারণেই শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটিকে হাতিয়ার করে রাহুল গান্ধি ও কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে ৷ একইসঙ্গে, 'শশী থারুরের নির্বাচনী ইস্তাহারের গুরুতর ত্রুটি' থেকে দূরত্ব বজায় রাখতেও ভোলেননি জয়রাম ৷ তিনি জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটল, তার উত্তর একমাত্র শশী থারুর এবং তাঁর 'টিম'-এর সদস্যরাই দিতে পারবেন !