নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ শনিবার একটি টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান শর্মিষ্ঠা ৷
টুইটে প্রণব-কন্যা লিখেছেন, "সকলকে ধন্যবাদ, কিন্তু আর রাজনীতি নয় ৷ রাজনীতি থেকে বিদায় নিলাম ৷ তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে আমি থাকব ৷ কিন্তু সক্রিয় রাজনীতিতে আর অংশ নেব না ৷ দেশের সেবা অন্য ভাবেও করা যায় ৷" শর্মিষ্ঠার এই ঘোষণার পর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ তবে নিজের বক্তন্যেই তিনি জানিয়েছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যই থাকবেন, অন্য দলে যোগ দিচ্ছেন না ৷