পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

sharmistha mukherjee : সক্রিয় রাজনীতি আর নয়, জানিয়ে দিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা - শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছেড়ে অন্য় দলে তিনি যাচ্ছেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন প্রণব-কন্যা ৷

sharmistha mukherjee
সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা প্রণব কন্যা শর্মিষ্ঠার

By

Published : Sep 26, 2021, 12:47 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ শনিবার একটি টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানান শর্মিষ্ঠা ৷

টুইটে প্রণব-কন্যা লিখেছেন, "সকলকে ধন্যবাদ, কিন্তু আর রাজনীতি নয় ৷ রাজনীতি থেকে বিদায় নিলাম ৷ তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে আমি থাকব ৷ কিন্তু সক্রিয় রাজনীতিতে আর অংশ নেব না ৷ দেশের সেবা অন্য ভাবেও করা যায় ৷" শর্মিষ্ঠার এই ঘোষণার পর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷ তবে নিজের বক্তন্যেই তিনি জানিয়েছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যই থাকবেন, অন্য দলে যোগ দিচ্ছেন না ৷

আরও পড়ুন : Prashant Kishor : ভবানীপুরের ভোটার তালিকায় নাম ভোট কৌশলী প্রশান্ত কিশোরের !

প্রণব কন্যার এই সিদ্ধান্তে তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হতেই রবিবার সকালে আর একটি টুইট করেন শর্মিষ্ঠা ৷ সেখানে তিনি লেখেন , "আমি রাজনীতি ছাড়ছি ৷ যদি রাজনীতিতেই থাকতে হয় তাহলে নিজের ঘর কংগ্রেস ছেড়ে কেন আমি যাব অন্য দলে যাব? ছোটবেলা থেকে আমি অনেক ক্ষমতা দেখেছি ৷ এটা আর আমার কাছে লোভনীয় বিষয় নয় ৷ আমি একটু শান্তিতে থাকতে চাই এবং নিজের পছন্দের কাজগুলি করতে চাই ৷ "

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details