নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: দিল্লির সাকেত আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন শারজিল ইমাম (Sharjeel Imam) ৷ 2019 সালের জামিয়া হিংসা মামলায় জেএনইউ (JNU)-এর এই প্রাক্তন ছাত্রকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷ শনিবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে ৷ তার মধ্যে অন্যতম দিল্লি হিংসার (Delhi Violence) সময় উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ ৷ সেই কারণে তাঁকে আপাতত জেলেই থাকতে হবে ৷ একই মামলায় আসিফ ইকবাল তানহাকেও বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷
2019 সালে নাগরিকত্ব আইন সংশোধন (CAA) করে কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি (BJP) বিরোধী দলগুলি ৷ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভও হয় ৷ সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লিতে পুলিশের (Delhi Police) মধ্যে সংঘর্ষ হয় ৷ সেই সময় শারজিলের বিরুদ্ধে হিংসাতে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল ৷ দিল্লি হিংসা মামলাতেও জামিনের আবেদন করেছে শারজিল ৷ সেই আবেদন দিল্লি হাইকোর্টে (Delhi High Court) করা হয়েছে ৷ তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত আদালত জানায়নি ৷