পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আইপিএস ডেপুটেশন ইশুতে মমতার পাশে এনসিপি, রাজ্যে আসতে পারেন পাওয়ার - মমতার পাসে এনসিপি

নবাব মালিক বলেন, "বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে যেভাবে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে সেটা খুবই খারাপ । রাজ্য সরকারের অনুমতি ছাড়াই আইপিএস অফিসারদের সরানো হয়েছে । এটা খুবই ভয়ের বিষয় ।"

asd
asd

By

Published : Dec 22, 2020, 9:48 AM IST

Updated : Dec 22, 2020, 10:11 AM IST

মুম্বই, 22 ডিসেম্বর : ইতিমধ্যেই ফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । এবার প্রয়োজনে তিনি কলকাতায় যেতে পারেন বলে জানালেন নবাব মালিক । বলেন, কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করতে চাইছে ।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ জারি করে কেন্দ্রীয় সরকার । রাজ্যের আপত্তি সত্ত্বেও তাতে গুরুত্ব দিতে চায়নি তারা । এরপর আইপিএস অফিসারদের বদলি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে তিনি লিখেছিলেন, "পুলিশ আধিকারিকদের বদলি করে রাজ্যের এক্তিয়ারে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে কেন্দ্র ।" এই ইশুতে এর আগে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ছত্তিশগড়, পঞ্জাব, রাজস্থানের মুখ্যমন্ত্রীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন । আর এবার তাঁর পাশে দাঁড়াল এনসিপি ।

আরও পড়েন : মমতাকে ফোন পাওয়ারের, বাড়ছে বিজেপি বিরোধী জোট জল্পনা

নবাব মালিক বলেন, "বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে যেভাবে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে সেটা খুবই খারাপ । রাজ্য সরকারের অনুমতি ছাড়াই আইপিএস অফিসারদের সরানো হয়েছে । এটা খুবই ভয়ের বিষয় । এবিষয় নিয়ে শরদ পাওয়ারজির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে । একাধিক দলের সঙ্গেও এনিয়ে কথা বলা হবে । সব দলকে নিয়ে দিল্লিতে একটি বৈঠক করা হবে ।"

আইপিএস ডেপুটেশন ইশুতে মমতার পাশে এনসিপি, রাজ্যে আসতে পারেন পাওয়ার

তিনি আরও বলেন, "জনগণের দ্বারা নির্বাচিত হয়েই পশ্চিমবঙ্গে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস । কিন্তু, কেন্দ্রীয় সরকার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেই সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে । এমনকী সেখানকার প্রশাসনের উপরও চাপ তৈরি করা হচ্ছে । এই কাজ সম্পূর্ণ অগণতান্ত্রিক । এই নিয়ে ফোনে শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে । বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার চেষ্টা করছেন শরদজি । সব দলকে নিয়ে দিল্লিতে একটি বৈঠক করবেন তিনি । এমনকী, প্রয়োজন হলে মমতার সঙ্গে দেখা করার জন্য কলকাতাতেও যেতে পারেন ।"

Last Updated : Dec 22, 2020, 10:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details