পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sharad Pawar: সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন, পাওয়ারের নিশানায় বিজেপি - BJP

রবিবার এনসিপি ভাঙিয়েছে বিজেপি ৷ সোমবার গেরুয়া শিবিরের উদ্দেশ্যে কড়াবার্তা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ দেশে গণতন্ত্র রক্ষার ডাক দিয়েছেন তিনি ৷ পাশাপাশি জানিয়েছেন, সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন ৷

Sharad Pawar
Sharad Pawar

By

Published : Jul 3, 2023, 3:34 PM IST

Updated : Jul 3, 2023, 4:06 PM IST

কারাড (মহারাষ্ট্র), 3 জুলাই: সাম্প্রদায়িক বিভাজন রুখতে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র প্রধান শরদ পাওয়ার ৷ সোমবার তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র ও দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চলছে । শান্তিপ্রিয় নাগরিকদের মধ্যে ভীতি সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে ৷’’

প্রসঙ্গত, শরদ পাওয়ারের দলে রবিবার দুপুরের পর থেকে অস্থিরতা তৈরি হয়েছে ৷ তাঁর ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন ৷ শিবসেনা ও বিজেপি জোটের সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৷ অজিতের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন এনসিপি-র অধিকাংশ বিধায়ক ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গেই ছিলেন বিধায়ক ছগন ভুজবল ও সাংসদ প্রফুল প্যাটেল ৷ ভুজবল মন্ত্রীও হয়েছেন ৷

এই ঘটনাকে ‘ডাকাতি’ বলে উল্লেখ করেছেন পাওয়ার৷ প্রতিষ্ঠাতা হিসেবে তিনিই যে এখনও শিবসেনার ধারক-বাহক, তা বোঝানোর চেষ্টা করেছেন ৷ কিন্তু তাঁর পক্ষ থেকে অজিতদের বিরুদ্ধ কোনও কড়া আক্রমণ করা হয়নি ৷ অন্যদিকে অজিত-প্রফুলরা পাওয়ারকেই তাঁদের নেতা হিসেবে এখনও উল্লেখ করছেন ৷

আরও পড়ুন:বিরাশিতেও দলের মুখ তিনিই, ভাইপোর দলত্যাগের পরেও আত্মবিশ্বাসী শরদ

এই পরিস্থিতিতে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে কি বিজেপির সঙ্গে সমঝোতার নেপথ্যে পাওয়ারই রয়েছেন ? আর সেটা যদি সত্যি হয়, তাহলে বিরোধী জোটের ভবিষ্যৎ কি ? এই পরিস্থিতি সোমবার মারাঠা রাজনীতির এই স্ট্রংম্যানের নিজের বক্তব্যের মাধ্যমে বিজেপি বিরোধিতার স্বর আরও জোরালো করার চেষ্টা করেছেন ৷

82 বছর বয়সি এ দিন গুরু পূর্ণিমা উপলক্ষ্যে প্রীতি সঙ্গম অনুষ্ঠানে অংশ নেন ৷ সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে বার্তা দেন৷ বলেন, ‘‘আমাদের দেশের গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে ৷’’ আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারে অজিত পাওয়ার ও অন্য আটজনের অন্তর্ভুক্তি নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের কিছু লোক অন্য দল ভাঙার বিজেপির কৌশলের শিকার হয়েছে ৷’’

তবে এ দিন শুধু বার্তা দিয়েই থেমে যাননি শরদ পাওয়ার ৷ বরং পুনে থেকে কানাড আসার পথে রাস্তার ধারে অপেক্ষমান সমর্থকদের অনেকের সঙ্গে তিনি কথা বলেন ৷ যে অনুষ্ঠানস্থলে এ দিন তিনি আসেন, সেখানেও এনসিপি-র অনেক সমর্থক উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গেও তিনি কথা বলেন ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের পৃথ্বিরাজ চহ্বন ৷ তিনিও পাওয়ারের পাশে থাকার বার্তা দেন ৷

আরও পড়ুন:ভাইপো'র হাতেই ভাঙল শরদের দল, 40 বিধায়ক নিয়ে এনডিএ জোটে অজিত; নিলেন শপথ

Last Updated : Jul 3, 2023, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details