নয়াদিল্লি, 5 অক্টোবর:জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) যুদ্ধরত দুই গোষ্ঠীর বিষয়ে নির্বাচন কমিশনের শুনানির ঠিক এক দিন আগে দলের সভাপতি শারদ পাওয়ার একহাত নিলেন গেরুয়া শিবিরকে ৷ বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মকে বদলে ওয়াশিং মেশিন করে দেওয়া উচিত । পাওয়ারের দাবি, এমন অনেক নেতার উদাহরণ আছে, যাঁদের দুর্নীতিবাজ বলা হলেও তাঁরা গেরুয়া শিবিরে যোগদানের পরপরই নির্দোষ হয়ে গিয়েছেন ।
দিল্লিতে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় এনসিপি-র বর্ধিত ওয়ার্কিং কমিটিতে ভাষণ দেওয়ার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করছে বিজেপি ৷
পাওয়ারের কথায়, "এক দশক আগে কেউ কি ইডি বা সিবিআইয়ের কথা শুনেছিল ? এর মানে এই নয় যে, এই সংস্থাগুলি কখনও ছিল না । তবে রাজনৈতিক লক্ষ্য স্থির করার জন্য এ গুলি কখনওই ব্যবহার করা হয়নি । কিন্তু মোদির শাসনকালে এই সংস্থাগুলি বেছে বেছে বিরোধী এবং মিডিয়াকে লক্ষ্য করার জন্য ব্যবহার করা হচ্ছে ৷"
এনসিপি-র মধ্যে বিভাজনের ফলে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন দলের রাজনৈতিক সংকট প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ বলেন, "যেভাবে এই আট জন মন্ত্রীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, পুরো দেশ তা প্রত্যক্ষ করেছে ৷ এখন তাঁরা দাবি করছেন যে, এনসিপি ও তার প্রতীকের উপর তাঁদের কর্তৃত্ব রয়েছে ৷ আমি আপনাকে বলি, যখন তাঁরা সবাই মহারাষ্ট্রের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, তখন তাঁরা সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন । সেই সময়, তাঁরা আমাকে বলেছিলেন যে, তাঁদের ইডিকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং তাঁদের বলা হয়েছিল বিজেপিতে যোগ দিন নয়তো ইডি-র রোষের মুখোমুখি হবেন ।"