নয়াদিল্লি, 6 জুলাই: কাকা শরদ পাওয়ারের বয়স নিয়ে একদিন আগেই কটাক্ষ করেছিলেন মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ৷ শরদ পাওয়ারকে বয়সের কথা মনে করিয়ে দিয়ে প্রবীণ রাজনীতিবিদকে রাজনীতি থেকে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন ভাইপো অজিত ৷ একদিন পর অর্থাৎ, বৃহস্পতিবার এনসিপি সুপ্রিমো তার জবাব দিলেন ৷ তাঁর বয়স নিয়ে কোনও সমস্যা নেই ৷ তিনি এখনও কর্মক্ষম বলেও মন্তব্য করলেন পাওয়ার।
এদিন দিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠক করেন শরদ পাওয়ার ৷ সেই বৈঠকের পরই পাওয়ার জানান, যে তিনি এখনও এনসিপি'র সভাপতি রয়েছেন ৷ একইসঙ্গে, অজিত পাওয়ার যে দাবি করছেন যে, সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে আছে ৷ সেই দাবির সত্যতা দ্রুত বেরিয়ে আসবে। এদিন শরদ পাওয়ার বলেন, "আমিই এনসিপির সভাপতি ৷ 82 বা 92 আমি এখনও কর্মক্ষম ৷" এদিন দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সম্প্রতি এনডিএ জোটে যাওয়া প্রফুল্ল প্যাটেল, সুনীল তাটকর-সহ আরও 9 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন পাওয়ার।
এদিন সাংবাদিক বৈঠকে দলের নেতা পি সি চাকো জানান, বৈঠকে এদিন আটটি প্রস্তাব পাস হয়েছে। চাকো বলেন, "পাওয়ারের পিছনেই সংগঠন রয়েছে। এনসিপি ওয়ার্কিং কমিটি প্রফুল প্যাটেল, সুনীল তাটকরে এবং এনডিএ-র সঙ্গে হাত মেলানো ন'জনের বহিষ্কারের সিদ্ধান্তকে অনুমোদন করেছে।" একই সঙ্গে, এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে শরদ পাওয়ার জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। চাকো নাম না করে অজিত পাওয়ারকে কটাক্ষ করে বলেন, "আমরা কাউকে জাতীয় সভাপতি হওয়ার দাবিকে গুরুত্ব সহকারে দিচ্ছি না।"