পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টুইটারে মমতাকে অভিনন্দন শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুরের - arvind kejriwal

তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং সঞ্জয় রাওয়াতের সমর্থনের পর মমতাকে এবার টুইটারে অভিনন্দন জানালেন অরবিন্দ কেজরিওয়াল এবং শরদ পাওয়ার ৷ এদিন দুপুর নাগাদ তাঁরা এই টুইট লেখেন ৷ রবিবার বিকেলে শশী থারুরও টুইটে তৃণমূল নেত্রীকে অভিনন্দন জানান ৷

মমতাকে টুইটে অভিনন্দন
মমতাকে টুইটে অভিনন্দন

By

Published : May 2, 2021, 2:31 PM IST

Updated : May 2, 2021, 5:14 PM IST

মুম্বই, 2 মে: গণনার মাঝেই এবার শরদ পাওয়ারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দুপুর দেড়টা নাগাদ টুইটারে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানান ৷ তারপরই টুইট করে অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ এদিন বিকেলে টুইট করে অভিনন্দন জানান শশী থারুরও ৷

শরদ পাওয়ার টুইটারে লেখেন, "অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অসাধারণ জয়ের জন্য ! আসুন আমরা জনকল্যাণে এবং সম্মিলিতভাবে প্যানডেমিকের মোকাবিলার দিকে আমাদের কাজ চালিয়ে যাই ।"

অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "এই ল্যান্ডস্লাইড ভিকট্রির জন্য দিদি আপনাকে অভিনন্দন ৷ কি লড়াই ! অভিনন্দন পশ্চিমবঙ্গের জনগণকে ৷"

শশী থারুর টুইটে লেখেন, "সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার শক্তির বিরুদ্ধে তাঁর দুর্দান্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন ৷ নন্দীগ্রামের সঙ্গে সঙ্গেই গোটা বাংলার ভোটাররা তাঁদের অন্তর কোথায় রয়েছে তা প্রদর্শন করেছেন । বিজেপি তার ম্যাচটি বাংলায় হেরেছে ।"

এর আগে তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং সঞ্জয় রাওয়াতও মমতাকে অভিনন্দন জানান ৷

আরও পড়ুন: ট্রেন্ড অনুযায়ী ডাবল ডিজিট পেরোচ্ছে না বিজেপি, 191 আসনে এগিয়ে তৃণমূল

Last Updated : May 2, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details