মুম্বই, 2 মে: গণনার মাঝেই এবার শরদ পাওয়ারও মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন ৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা দুপুর দেড়টা নাগাদ টুইটারে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানান ৷ তারপরই টুইট করে অভিনন্দন জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ এদিন বিকেলে টুইট করে অভিনন্দন জানান শশী থারুরও ৷
শরদ পাওয়ার টুইটারে লেখেন, "অভিনন্দন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অসাধারণ জয়ের জন্য ! আসুন আমরা জনকল্যাণে এবং সম্মিলিতভাবে প্যানডেমিকের মোকাবিলার দিকে আমাদের কাজ চালিয়ে যাই ।"
অরবিন্দ কেজরিওয়াল লেখেন, "এই ল্যান্ডস্লাইড ভিকট্রির জন্য দিদি আপনাকে অভিনন্দন ৷ কি লড়াই ! অভিনন্দন পশ্চিমবঙ্গের জনগণকে ৷"