মুম্বই, 25 জানুয়ারি: যে কৃষকরা দিল্লির সীমায় বসে গত 60 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কেন প্রধানমন্ত্রী তাঁদের খোঁজ নিচ্ছেন না৷ সোমবার কৃষক আন্দোলন ইশুতে ঠিক এই ভাষাতেই নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে কৃষকদের জমায়েতের সামনে ভাষণ দেন শরদ৷ কেন্দ্র নয়া তিনটি কৃষি আইন প্রত্য়াহার না করায় কড়া ভাষায় তার প্রতিবাদ জানান ৷ তাঁর কটাক্ষ, যে কৃষকরা খোলা আকাশের নীচে আন্দোলনে শামিল হয়েছেন, তাঁরা কি পাকিস্তান থেকে এসেছেন! প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইনের প্রতিবাদ জানাতেই মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে মুম্বইয়ের আজাদ ময়দানে জড়ো হয়েছেন৷ একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা৷
নয়া কৃষি আইন ও কৃষক আন্দোলন ইশুতে মহারাষ্ট্রের রাজ্য়পাল ভগৎ সিং কোশিয়ারিরও সমালোচনা করেছেন শরদ৷ তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র কোনও দিন এমন রাজ্য়পাল পায়নি৷ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা করার সময় আছে তাঁর৷ কিন্তু কৃষকদের সঙ্গে কথা বলার সময় নেই৷ কিন্তু কৃষকদের সঙ্গে দেখা করা ও কথা বলাটা তাঁর নৈতিক কর্তব্য৷’’