সাব্রুম (ত্রিপুরা), 5 জানুয়ারি: আর একবছর । তারপরেই জনসাধারণের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা (Ram Mandir)। ত্রিপুরায় ভোটের প্রচারে গিয়ে সেই রাম মন্দিরকেই হাতিয়ার করলেন ভারতীয় জনতা পার্টির 'ভোট কুশলী' অমিত শাহ (Amit Shah) । জানিয়ে দিলেন, 2024 সালের 1 জানুয়ারির আগেই রাম মন্দির খুলে যাবে (Shah says Ram Mandir to be ready by Jan 1 next year)।
বুধবার খারাপ আবহাওয়ার কবলে পড়ে গুয়াহাটিতে জরুরি অবতরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান । তারপর আজ সকালে ত্রিপুয়ায় যান অমিত শাহ । সেখানেই তিনি রাম মন্দিরের প্রসঙ্গ তোলেন । শুধু তাই নয়, সেখান থেকেই রাহুল গান্ধির উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি । অমিত শাহ বলেন, "রাহুল বাবা । শুনে রাখুন, 1 জানুয়ারি, 2024-এ একটি বিশাল রাম মন্দির প্রস্তুত হবে ।"
প্রসঙ্গত, এই মুহূর্তে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 3500 কিলোমিটার দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত । রাম মন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই এবং রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই সপ্তাহের শুরুতে ভারত জোড়া যাত্রার জন্য তাঁর প্রশংসা করে পৃথক বিবৃতি দিয়েছেন । ওয়াকিবহাল মহলের মতে, তার পরেই শাহের এহেন উক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।