মুম্বই, 12 নভেম্বর:বিদেশ থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকানো হল বলিউড অভিনেতা শাহরুখ খানকে (Shah Rukh Khan) ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুল্ক দফতরের (Customs Department) তরফে কিং খানকে আটকানো হয় ৷ শাহরুখ ও তাঁর দলের সঙ্গে যে লটবহর ছিল, তাতে বেশ কয়েকটি দামি ঘড়ি ছিল ৷ তার জেরেই অভিনেতাকে বিমানবন্দরে আটকে রাখা হয় ৷ সূত্রের দাবি, বহুমূল্যের ওই ঘড়িগুলি নিয়ে দেশে ঢোকার আগে তাঁকে 6 লক্ষ 83 হাজার টাকা শুল্ক দফতরকে মেটাতে হত ৷ সেই টাকা না পেয়েই শুল্ক দফতরের পক্ষ থেকে তাঁকে আটকে দেওয়া হয় ৷ বলা হয়, শুল্ক দফতরকে পাওনা টাকা না মিটিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না অভিনেতা ৷
উল্লেখ্য, একটি অনুষ্ঠানে যোগ দিতে শারজা (Sharjah) গিয়েছিলেন বলিউডের বাদশা ৷ শুক্রবার রাতে প্রাইভেট জেটে দেশে ফেরেন তিনি ৷ মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে অবতরণ করে তাঁর বিমান ৷ আর তারপরই এই বিপত্তি ঘটে ৷ শাহরুখ ও তাঁর দলের বাকিদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর ওই দামি ঘড়িগুলি পাওয়া যায় ৷