পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shah Rukh Khan : মুখে কুলুপ এঁটে জেলবন্দি ছেলে আরিয়ানের সঙ্গে সাক্ষাৎ শাহরুখের - শাহরুখ খান

ছেলেকে দেখতে শাহরুখ পৌঁছালেন আর্থার রোড জেলে ৷ 3 অক্টোবর ছেলে আরিয়ানকে মাদক নেওয়ার অভিযোগে আটক করে এনসিবি ৷ পরে গ্রেফতার করা হয় ৷ সেই থেকে প্রকাশ্যে আসেননি বলিউড বাদশা ৷ আজ এই প্রথম ছেলেকে দেখতে এলেন শাহরুখ ৷

শাহরুখ খান
শাহরুখ খান

By

Published : Oct 21, 2021, 9:34 AM IST

Updated : Oct 21, 2021, 12:39 PM IST

মুম্বই, 21 অক্টোবর : আর থাকতে পারলে না বাবা শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ গতকালও জামিন পাননি মাদক মামলায় অভিযুক্ত আরিয়ান খান ৷ অবশেষে বৃহস্পতিবার সকাল সকাল ছেলেকে স্বচক্ষে দেখতে এলেন বলিউডের বাদশা ৷ কালো চশমা আর ধূসর রঙের টি-শার্টে অভিনেতা আজ সকালে আর্থার রোড জেলে (Arthur Road Jail) পৌঁছান ৷ দু'জনের মধ্যে মিনিট পনেরোর মতো কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে গাড়িতে উঠে পড়েন শাহরুখ ৷

গত 3 অক্টোবর মুম্বইয়ে বিলাসবহুল ক্রুজে তল্লাশি চালিয়ে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ান খান-সহ 11 জনকে আটক করে এনসিবি (Narcotics Control Bureau) ৷ তাঁদের সকলের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেও শাহরুখ-পুত্র আরিয়ানের কাছ থেকে কোনও মাদক মেলেনি বলে জানা গিয়েছে ৷ পরে 3 জনকে ছেড়ে দিলেও এনসিবি আঞ্চলিক প্রধান (Zonal Director) সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) আরিয়ান খান (Aryan Khan), আরবাজ মার্চেন্ট (Arbaaz Merchant) আর মুনমুন ধামেচা (Munmun Dhamecha) সহ বাকিদের গ্রেফতার করেন ৷

আরথার রোডের জেলে এলেন, ছেলের সঙ্গে দেখা করলেন, আজও সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়াহীন অভিনেতা শাহরুখ

আরও পড়ুন : Aryan Khan : ফের শাহরুখ-পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ

এই ঘটনায় ভীষণ মুষড়ে পড়েছেন শাহরুখ ও গৌরী খান ৷ আপাতত ছবির শ্যুটিং শিকেয় তুলে মুম্বইয়ে স্ত্রী ও পরিবারের পাশে রয়েছেন শাহরুখ ৷ ছেলের জামিনের সবরকম চেষ্টা করছেন ৷ ঘটনার 18টা দিন কেটে গেলেও প্রকাশ্যে আসেননি শাহরুখ ৷ কোনও প্রতিক্রিয়া জানাননি সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও ৷ বলিউডের অন্য অভিনেতা-সহ বিখ্যাত ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ এনসিবি-র অধীনে জেরা চলাকালীন মা গৌরী খান (Gauri Khan) আরিয়ানের প্রিয় বার্গার কিনে নিয়ে গিয়েছিলেন ৷ তাও খেতে দেওয়া হয়নি আরিয়ানকে ৷

ছেলেকে 4 হাজার 500 টাকা পাঠিয়েছেন জেলের ক্যান্টিন থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনতে ৷ কিছুদিন আগে আর্থার রোডের জেল থেকে আরিয়ান ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের নম্বরে ফোন করে 10 মিনিট কথা বলেছেন পরিবারের সঙ্গে ৷

গতকাল আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে বিশেষ এনডিপিস আদালত ৷ তারপর আরিয়ান খানের জামিনের জন্য বম্বে হাইকোর্টে (Bombay High Court) যান আইনজীবীরা ৷ আজ শুনানির কথা থাকলেও আগামি 26 অক্টোবর ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি হবে বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবীরা ৷

Last Updated : Oct 21, 2021, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details