কলকাতা, 28 মে:নয়া সংসদ ভবন তাঁদের চোখে কেমন ? নিজেদের কণ্ঠস্বরে তারই অপূর্ব বর্ণনা করলেন বলিউডের তারকারা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনে সাড়া দিয়ে নতুন সংসদ ভবন সম্পর্কে নিজেদের উপলব্ধি নিজেদের কণ্ঠস্বরে শেয়ার করলেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও অনুপম খের ৷ তাঁদের সেই বর্ণনায় আপ্লুত প্রধানমন্ত্রীও ৷ তিনি তাঁর কথা রেখে, সেই ভিডিয়োগুলি নিজের হ্যান্ডেলে শেয়ারও করেছেন ৷
নানা বিতর্ক, বিরোধীদের বয়কট - এত কিছুর মধ্যেও ধূমধাম করে উদ্বোধন হয়ে গেল দেশের নতুন সংসদ ভবনের ৷ এই উপলক্ষে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই ৷ নয়া সংসদ ভবনের অন্দরমহলের একটি ভিডিয়ো শেয়ার করে দেশবাসীর কাছে একটি অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেছিলেন, সেই ভিডিয়োতে কণ্ঠস্বর বসিয়ে তা শেয়ার করতে ৷ সেই আবেদনে সাড়া দিয়ে বলিউডের সুপারস্টার শাহরুখ খান নতুন সংসদ ভবনের ভিডিয়ো টুইট করেছেন ৷ যেখানে রয়েছে তাঁর নিজের ভয়েস-ওভার ৷ আর ব্যাকগ্রাউন্ডে তাঁরই চলচ্চিত্র 'স্বদেশ'-এর থিম মিউজিক ৷
ক্যাপশনে শাহরুখ লিখেছেন, "যাঁরা আমাদের সংবিধানকে সমর্থন করে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং নিজেদের লোকেদের বৈচিত্র্যকে রক্ষা করে, তাঁদের জন্য কী দুর্দান্ত নতুন বাড়ি ৷ ভারতের গৌরবের বহু পুরনো স্বপ্ন সঙ্গে নিয়ে নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন । জয় হিন্দ!"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহরুখ খানের এই টুইট শেয়ার করে জবাবে লিখেছেন যে, শাহরুখ এই বার্তাটি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন ।