গুয়াহাটি, 22 জানুয়ারি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) শনিবার জানিয়েছিলেন শাহরুখ খান (Actor Shah Rukh Khan) তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যাপারটি খতিয়ে দেখবেন ৷ বলিউড বাদশাকে 'শাহরুখ খান কে?' বলে তিরস্কার করেছিলেন তিনি ৷ কিন্তু এরপরেই আজ এল ফোন ৷ খোদ বাদশা ফোন করলেন হিমন্তকে (SRK Dials Himanta) ৷
শাহরুখের ফোন হিমন্তকে: আর একথা নিজেই রবিবার সকালে টুইট করে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ তিনি জানান, শাহরুখ খান তাঁর সিনেমার স্ক্রিনিংয়ের সময় গুয়াহাটিতে একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । তাঁর ফিল্মের প্রদর্শনের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না ৷ হিমন্ত বাদশাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন ৷ তাঁর সরকার রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি শাহরুখ খানকে জানান ।
অসমের মুখ্যমন্ত্রী টুইট করেন: "বলিউড অভিনেতা শাহরুখ খান আমাকে ফোন করেছিলেন এবং আমরা রাত 2টোয় দুজনে ফোনে কথা বলেছি । তিনি তাঁর চলচ্চিত্রের প্রদর্শনের সময় গুয়াহাটিতে একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । আমি তাঁকে আশ্বস্ত করেছি যে আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব । আমরা তদন্ত করব এবং এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না, তা নিশ্চিত করব ৷ "
বজরং দলের তাণ্ডব:প্রসঙ্গত, শুক্রবার অসমের নরেঙ্গির একটি সিনেমাহলে বজরং দলের সদস্যরা পাঠানের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে তাণ্ডব চালিয়েছে । তাদের দাবি, অসমে 'পাঠান' দেখানো হবে না । শনিবার মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা এই ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "শাহরুখ খান কে? আমি তাঁর বা পাঠান সিনেমা সম্পর্কে কিছুই জানি না ।" এরপর সাংবাদিকরা বিশ্বশর্মাকে জানান, শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার । এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, "অসমবাসীর হিন্দি সিনেমা নয়, অসমিয়া সিনেমা নিয়ে আগ্রহ থাকা উচিত ।" এ প্রসঙ্গে নিপন গোস্বামী পরিচালিত প্রথম সিনেমা 'ডঃ বেজবরুয়া, পার্ট 2'-এর উল্লেখ করে তিনি বলেন, "খুব শিগগিরি সিনেমাটি মুক্তি পাবে। মানুষের সেটি দেখা উচিত।"