পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কামাখ্যা মন্দিরে পুজো অমিত শাহর - Assam

আজ সকাল 10টা নাগাদ কামাখ্যা মন্দিরে পৌঁছান অমিত শাহ। সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

shah-offers-prayers-at-assams-kamakhya-temple
কামাক্ষ্যা মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : Dec 27, 2020, 3:27 PM IST

Updated : Dec 29, 2020, 12:18 PM IST

গুয়াহাটি, 27 ডিসেম্বর: অসম ছাড়ার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সকালে এই শক্তিপীঠে পুজো দেন তিনি । এরপর তিনি চলে যান মণিপুরে। সেখানে তাঁর একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা।

আজ সকাল 10টা নাগাদ কামাখ্যা মন্দিরে পৌঁছান অমিত শাহ। সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অমিত শাহ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেও বাইরেই ছিলেন সর্বানন্দ ও হিমন্ত।

অমিত শাহ গুয়াহাটিতে পৌঁছান শুক্রবার রাতে। পরদিন অংশ নেন সরকারি অনুষ্ঠানে। যেখানে তিনি একাধিক প্রকল্পের সূচনা করেন। এছাড়া অসম কংগ্রেস থেকে বহিষ্কৃত দুই বিধায়ক অজন্তা নিয়োগ ও রাজদীপ গোয়ালার সঙ্গে দেখা করেন। ফলে ওই দুজন যে এবার গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে তাও স্পষ্ট হয়ে যায়। এছাড়া অসম বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গেও বৈঠক করেন তিনি ।

আরও পড়ুন:মোদির নেতৃত্বে উত্তর-পূর্ব ভারত এখন সামনের সারিতে : শাহ

এদিকে মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাতটি প্রকল্পের শিলান্যাস করার কথা। তার মধ্যে চূড়চন্দ্রপুরে একটি মেডিকেল কলেজের শিলান্যাসও হবে। এছাড়া তিনি থাওবল বাঁধের উদ্বোধন করবেন। আর বিষ্ণুপুর-টুপুল-থাউবল-কাসোম খুল্লেন রাস্তাও উদ্বোধন করবেন অমিত শাহ।

Last Updated : Dec 29, 2020, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details