জয়পুর, 11 মে : তাজমহল বানাতে হিন্দু প্রাসাদ দখল করেন মুঘল সম্রাট শাহজাহান ৷ দিল্লির আগ্রায় এখন যেখানে তাজমহল রয়েছে আসলে সেটি জয়পুরের রাজপরিবারের সম্পত্তি ছিল ৷ তা দখল করেই সেখানে তাজমহল বানান শাহজাহান, বুধবার এমনটাই দাবি করলেন রাজস্থানের রাজসমান্ধের সাংসদ দিয়া কুমারী (BJP MP Diya Kumari claims Taj Mahal built in place of Hindu) ৷
সংবাদমাধ্যমের সামনে দিয়া কুমারী এদিন দাবি করেন, আগ্রায় যে জমিতে তাজমহল তৈরি করা হয়েছে তা আসলে জয়পুর রাজপরিবারের সম্পত্তি ছিল ৷ সেটি দখল করেন মুঘল সম্রাট শাহজাহান ৷ তারপর সেখানে তৈরি হয় প্রেমসৌধ ৷ রাজপরিবারের সদস্যা দিয়া বলেন, "আমাদের কাছে যে নথি রয়েছে তাতে স্পষ্ট যে তাজমহলের ওই জমিতে আগে একটি প্রাসাদ ছিল । শাহজাহান তা দখল করেছিলেন । জমিটি আসলে জয়পুর রাজপরিবারের ছিল ৷ সেটি আসলে আমাদের ছিল ।"
সাংসদ আরও বলেন, "জায়গাটি শাহজাহানে ভাল লেগেছিল তাই তিনি তা দখল করে নেন ৷ আমি শুনেছি, তিনি এর পরিবর্তে কিছু ক্ষতিপূরণ দিয়েছেন । আদালত নির্দেশ দিলে আমরা নথিগুলি দেখাতে পারি ৷" এই বিষয়টি নিয়ে চলতি মাসের শুরুতেই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি মামলা দায়ের হয়েছে ৷