পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বাধীনতার পর এই প্রথম, ফাঁসি হতে চলেছে খুনে দোষী সাব্য়স্ত মহিলার

স্বাধীনতার পর এই প্রথম ৷ ফাঁসি হতে চলেছে খুনে দোষী সাব্য়স্ত মহিলার ৷ বরেলির জেলে বন্দী ওই মহিলার নাম শবনম ৷ প্রেমিক সেলিমকে সঙ্গে নিয়ে পরিবারের সাত সদস্য়কে খুন করে শবনম ৷ দু’জনকেই ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত ৷ পরে সেই রায়েই সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট ৷

Shabnam: First woman to be hanged after India's Independence
স্বাধীনতার পর এই প্রথম, ফাঁসি হতে চলেছে খুনে দোষী সাব্য়স্ত মহিলার

By

Published : Feb 17, 2021, 6:22 PM IST

Updated : Feb 17, 2021, 9:27 PM IST

রামপুর, 17 ফেব্রুয়ারি: স্বাধীনতার পর এই প্রথম ভারতের কোনও মহিলা ফাঁসিকাঠে ঝুলতে চলেছে ৷ মৃত্য়ুদণ্ডের সাজাপ্রাপ্ত ওই মহিলার নাম শবনম ৷ 2008 সালে তাকে এবং তার প্রেমিক সেলিমকে ফাঁসির সাজা দেওয়া হয় ৷

হাইপ্রোফাইল আমরোহা খুনের মামলায় দোষী সাব্য়স্ত হয়েছিল এই শবনম ও সেলিম ৷ শবনমের পরিবারের সাত সদস্যকে খুন করেছিল এই যুগল ৷ ফাঁসির তারিখ এখনও ঘোষিত না হলেও সূত্রের খবর মথুরা সংশোধনাগারে মৃত্য়ুদণ্ডের সাজা কার্যকর করা হবে ৷

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘোষিত না হলেও সাজাপ্রাপ্তদের একজনের সাজা কার্যকর করার দিনক্ষণ ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে ৷ অপরাধীদের ফাঁসির মঞ্চে ঝোলাবেন ফাঁসুড়ে হনুমান পবন ৷ যিনি পবন জল্লাদ নামেও পরিচিত ৷

বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন পবন ৷ তাঁর বাবাও প্রশিক্ষিত ফাঁসুড়ে ছিলেন ৷ পবনের আগের তিন প্রজন্মের পূর্বপুরুষরাও তাঁদের পূর্বসূরির কাছ থেকেই ফাঁসি দেওয়ার খুঁটিনাটি শিখেছিলেন ৷

আরও পড়ুন:''বিচার ব্যবস্থার জয়'', দোষীদের ফাঁসির পর বললেন মোদি

সূত্রের খবর, ইতিমধ্যেই সাজাপ্রাপ্তদের জন্য ফাঁসির দড়ি কেনার বরাত দিয়েছে মথুরা জেল কর্তৃপক্ষ ৷

ফাঁসি এড়াতে আগেই নিম্ন আদালতের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শবনম ৷ কিন্তু, শীর্ষ আদালত শবনমের আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়েই সিলমোহর দেয় ৷ এরপর শবনম এবং সেলিম প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হন ৷ কিন্তু সেখানেও হতাশ হতে হয় তাদের৷ আপাতত বরেলি জেলে বন্দী রয়েছে শবনম আর আগ্রার সংশোধনাগারে দিন কাটছে সেলিমের ৷

Last Updated : Feb 17, 2021, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details