পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi ফিরে যেতে বাধ্য করব, মোদির মোহালি সফরের আগে হুঁশিয়ারি শিখস ফর জাস্টিসের

আগামী 24 অগস্ট মোহালিতে হোমি ভাবা ক্যানসার হাসপাতালের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানেরও সেই অনুষ্ঠানে থাকার কথা ৷ তার আগেই এই হুমকি দিয়ে রাখল শিখস ফর জাস্টিস (Sikhs for Justice) ৷

PM Narendra Modi mohali visit
ETV Bharat

By

Published : Aug 21, 2022, 5:09 PM IST

মোহালি, 21 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মোহালি সফরের আগে তাঁকে হুঁশিয়ারি দিয়ে রাখল 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) সংগঠন ৷ আগামী 24 অগস্ট পঞ্জাবের মোহালিতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ৷ তাঁর এই সফরের আগে এক ভিডিয়ো বার্তায় এসএফজে প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নন (Sikhs for Justice chief Gurpatwant Singh Pannun) এই হুঁশিয়ারি দিয়েছেন ৷ মোদিকে ফিরে যেতে বাধ্য করা হবে বলে এই ভিডিয়োতে দাবি করা হয়েছে ৷

"আমরা এর আগেও প্রধানমন্ত্রীকে ফিরে যেতে বাধ্য করেছি, আবারও তাই করব ৷" ভিডিয়ো বার্তায় এই কথা বলতে শোনা গিয়েছে শিখস ফর জাস্টিস-এর (Sikhs for Justice) প্রধানকে ৷ তাঁর আরও দাবি, সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই মোহালি পৌঁছে গিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে বাধা সৃষ্টি করতে তাঁরা সঙ্গে গ্রেনেডও নিয়ে গিয়েছেন ৷ নরেন্দ্র মোদির সফরের দিন খালিস্তানের পতাকা নিয়ে মানুষকে পথে নামার ও প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করার ডাক দিয়েছেন সংগঠনটির প্রধান ৷

আরও পড়ুন: হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, মৃত 20, জারি সতর্কতা

উল্লেখ্য, আগামী 24 অগস্ট মোহালিতে হোমি ভাবা ক্যানসার হাসপাতালের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানেরও সেই অনুষ্ঠানে থাকার কথা ৷ অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ সূত্রের খবর, মোদির সফরের দিন মোহালিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তথ্য পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি ৷ ক'দিন আগেই দিল্লি থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷ তাদের জেরা করে পুলিশ জানতে পারে দিল্লি ও পঞ্জাবের মোহালিতে হামলা চালানোর পরিকল্পনা হচ্ছে ৷

উল্লেখ্য, গত 5 জানুয়ারি সড়কপথে পঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার পথে ভাটিন্ডা ফ্লাইওভারে প্রায় 20 মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় ৷ বিক্ষোভের জেরে আটকে পড়ে প্রধানমন্ত্রীর কনভয় ৷ বাধ্য হয়ে ফিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details