বেঙ্গালুরু, 27 মার্চ :অশালীন ভিডিয়ো কাণ্ডে নাম জড়ানোয় অস্বস্তিতে কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ৷ প্রথমে এই ভিডিয়ো কাণ্ডে নাম জড়িয়েছিল কর্নাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা রমেশ জরকিহোলির ৷ পরে সেই ঘটনা ফের শিরোনামে আসে, যখন আক্রান্ত মহিলা একটি নতুন অডিয়ো রেকর্ডিং প্রকাশ করেন ৷ তাতে ওই মহিলার গলায় কংগ্রেস নেতার নাম শোনা যায় ৷ যদিও শনিবার শিবকুমার নিজে দাবি করেন, ওই মেয়েটির সঙ্গে কোনও দিনই দেখা হয়নি তাঁর ৷ ইতিমধ্যে অন্য় একটি ভিডিয়ো বার্তায় ওই মহিলা দাবি করেন, তাঁর উপর এতটাই অত্যাচার করা হচ্ছে যে তাঁর নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে ৷ একই ভিডিয়ো বার্তায় পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তাও দাবি করেন তিনি ৷
প্রসঙ্গত, গত শুক্রবারই জরকিহোলির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করে সিটি পুলিশ ৷ ভিডিয়ো কাণ্ডে জড়িয়ে পড়া মহিলাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন ৷ আর তার কয়েক ঘণ্টা পরই টেলিফোনে কথপোকথনের একটি অডিয়ো বার্তা প্রকাশ করেন তিনি ৷ সেখানে তাঁকে তাঁর পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে কথা বলতে শোনা যায় ৷ মহিলা তাঁর বাড়ির লোককে বলেন, তিনি কংগ্রেস নেতা শিবকুমারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যাচ্ছেন ৷