পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Turbulence in Air India Flight: দিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, আহত 7 যাত্রী

মাঝআকাশে এয়ার ইন্ডিয়ায় বিমানে বিপত্তি ৷ নয়াদিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয় ৷ যার ফলে সামান্য আহত হন 7 যাত্রী ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 17, 2023, 4:56 PM IST

নয়াদিল্লি, 17 মে: নয়াদিল্লি থেকে সিডনিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বুধবার মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয় ৷ এর ফলে সামান্য চোট পেয়েছেন বিমানের 7 যাত্রী ৷ অসামরিক বিমান পরিবহণ সংস্থা ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) জানিয়েছে, আহত যাত্রীদের কারও অবস্থাই গুরুতর নয় ৷ ফলে কোনও যাত্রীকেই হাসপাতালে ভরতি করাতে হয়নি ৷

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বি 787-800 ভিটি-এএনওয়াই সিরিজের এআই-302 অপারেটিং ফ্লাইটে এদিন দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানে ওই গোলোযোগের কারণে সাতজন যাত্রী সামান্য চোট পান ৷ তাঁদের সাহায্য করেন বিমান সেবিকা ও বিমানে সফররত কয়েকজন চিকিৎসক ও নার্স ৷ প্রাথমিক চিকিৎসার পরেই তাঁরা সুস্থ হয়ে যান, কোনও যাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হয়নি ৷ পরে বিমানবন্দরে বিমান অবতরণের পরেও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা ৷

তবে এয়ার ইন্ডিয়ার তরফে এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি এখনও দেওয়া হয়নি ৷ ডিজিসিএ-র একটি সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরে তিন যাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাঁদের চোটের কারণে ৷ কিন্তু তাঁদের হাসপাতালে ভরতি করাতে হয়নি ৷

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়ার নাগপুর থেকে মুম্বইগামী বিমানে আরও একটি ঘটনা ঘটেছিল ৷ অভিযোগ, এক যাত্রীকে বিমানের মধ্যেই কামড়ে দিয়েছিল একটি বিছে ৷ বিমান অবতরণের পর দ্রুত ওই মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করানো হয় ৷ 23 এপ্রিল নাগপুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার 630 বিমানে ওই ঘটনা ঘটে ৷

ওই ঘটনার পর দুঃখ প্রকাশ করে হয়েছিল টাটা গোষ্ঠীর অধীনে থাকা এয়ার ইন্ডিয়ার তরফে ৷ এর আগেও বিমানের ভিতরে ইঁদুরের দৌরাত্ম্যের খবর সামনে এসেছিল ৷ বারবার এরকম ঘটনায় এই বিমান সংস্থার যাত্রী পরিষেবা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

আরও পড়ুন: উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ ! কাশ্মীরের প্যারাগ্লাইডিং গন্তব্য আস্তানমার্গে পর্যটকদের ভিড়

ABOUT THE AUTHOR

...view details