গুদামে ভুট্টা ভরতি বস্তার নীচে চাপা পড়ে মৃত 6 শ্রমিক বিজয়পুরা (কর্ণাটক), 5 ডিসেম্বর:উত্তরকাশীর সিল্কিয়ারা নির্মীয়মাণ টানেলে 41 জন শ্রমিকের আটকে পড়ার আতঙ্ক এখনও কাটেনি। 17 দিনের মাথায় তাঁদের উদ্ধার করার পর সবে কেটেছে এক সপ্তাহ। এরই মধ্যে ফের প্রায় একই ধরনের দুর্ঘটনা। এবার কর্ণাটকের বিজয়পুরায় ৷ কর্ণাটকের বিজয়পুরায় রাজগুরু ইন্ডাস্ট্রিজের একটি স্টোরেজ ইউনিটে একাধিক বস্তায় ভরতি করে রাখা ছিল ভুট্টা ৷ সেখানে সোমবার রাতে শ্রমিকরা কাজ করছিলেন ৷ সেইসময় আচমকা সেখানে ধস নামে ৷ ধস নামতেই ভুট্টা ভরতি বহু বস্তার নীচে আটকা পড়েন 11 জন শ্রমিক। তাতে আটকে পড়া অন্তত 4 জন শ্রমিককে উদ্ধার করা গেলেও বাকি 7 জনের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷
আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকরা বিহারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই 11 জন শ্রমিকদের মধ্যে অন্তত 4 জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজগুরু ইন্ডাস্ট্রিজ, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটে কর্মরত শ্রমিকরা যখন কাজ করছিলেন তখন এই ঘটনাটি ঘটে। ওই স্টোরেজ ইউনিট ভেঙে পড়লে কর্তৃপক্ষের তরফে দমকল বিভাগকে খরবর দেওয়া হয় ৷ এখনও চলছে উদ্ধারকাজ।
সংবাদসংস্থা পিটিআই ও এএনআইয়ের তরফে এক্সের ভিডিয়োয় দেখা গিয়েছে, উদ্ধার অভিযান চালাতে ক্রেন ও আর্থ মুভারও দুর্ঘটানাস্থলে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসপি ঋষিকেশ সোনানাওয়ান-সহ পুলিশ আধিকারিকরা ৷ মন্ত্রী এমবি পাটিলা দুর্ঘটনাস্থলে যান ৷ তিনি বলেন, "আমি জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি ৷ মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই বিষয়ে অবহিত করেছি। তিনি বলেছেন আর্থিক সাহায্য দেওয়া হবে ৷"
বিজয়পুরার ডেপুটি কমিশনার (ডিসি) টি ভুবলান বলেছেন, "প্রায় 10-12 জন শ্রমিক এখনও আটকা পড়ে থাকতে পারেন। 4 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে ৷ আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে চিকিৎসা চলছে। দু'টি ক্রেন ও চারটি আর্থ মুভার দিয়ে উদ্ধারকাজ চলছে। মৃতরা হল- রাজেশ মুখিয়া (25), রামব্রীজ মুখিয়া (29) এবং শম্ভু মুখিয়া (26) ৷
আরও পড়ুন:
- টানেল থেকে শ্রমিক উদ্ধার সফল, এবার প্রশ্ন সুড়ঙ্গে আটকে থাকা যন্ত্র ঘিরে!
- দীর্ঘ উৎকণ্ঠার পর সুস্থ জীবনে ফিরছে জয়দেব ও সৌভিকের পরিবার
- অবশেষে অপেক্ষার অবসান, 17 দিন পর উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক