মরবি, (গুজরাত) 18 মে :একটি নুনের কারখানার দেওয়াল ধসে 12 জন শ্রমিক মারা গিয়েছেন ৷ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের মরবি জেলার হালভাদে ৷ সূত্রের খবর অনুযায়ী, দেওয়াল ভেঙে 30 জন শ্রমিক চাপা পড়ে গিয়েছে ৷ জেসিবি মেশিনের সাহায্যে এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার করা গিয়েছে (several workers died as a wall collapsed in Halvad Morbi Gujarat) ৷
কারখানাটির নাম সাগর সল্ট ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু করা হয় ৷ দেওয়ালের কাছে নুনের বড় বস্তা রাখা থাকে ৷ দেওয়ালের পিছনে কর্মীরা প্যাকিং করার সময় তা ভেঙে পড়ে ৷ এও জানা গিয়েছে, দুপুরে খাবার সময় অনেক কর্মী খেয়ে গিয়েছিলেন ৷ নাহলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত ৷