পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Villagers, Jawan Killed in Nagaland : নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

জঙ্গি দমন অভিযানের (Nagaland Security Operations) সময় ভুল পরিচয়ের কারণে নাগাল্যান্ডে (Nagaland incident) প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর (Villagers, Jawan Killed in Nagaland) ৷ মৃত্যু হয়েছে এক জওয়ানেরও ৷

Several Villagers, Jawan Killed in Nagaland During counter-insurgency Security Operations, Amit Shah announces high-level SIT to probe the incident
নাগাল্যান্ডে জঙ্গি দমনে অভিযানে প্রাণ গেল বেশ কয়েকজন গ্রামবাসীর, মৃত জওয়ানও

By

Published : Dec 5, 2021, 10:13 AM IST

Updated : Dec 5, 2021, 11:17 AM IST

কোহিমা, 5 ডিসেম্বর : জঙ্গি দমন অভিযানের (Nagaland Security Operations) সময় নাগাল্যান্ডে বেঘোরে প্রাণ হারালেন বেশ কয়েকজন গ্রামবাসী (Villagers, Jawan Killed in Nagaland) ৷ ভুলবশত জঙ্গি সন্দেহে সাধারণ মানুষের উপর চলল গুলি ৷ এই ঘটনায় জনতার রোষ গিয়ে পড়ল নিরাপত্তা রক্ষীদের উপর ৷ জ্বালানো হল পুলিশের গাড়ি ৷ মৃত্যু হল এক জওয়ানের ৷

নিরপরাধ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nagaland)৷ মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ গোটা ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল (high-level SIT) গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Nagaland Chief Minister Neiphiu Rio) ৷ ক্ষুব্ধ জনতার উদ্দেশে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি ৷

তীব্র উত্তেজনার আবহ নাগাল্যান্ডের (Nagaland incident) মায়ানমার সীমান্তের মন জেলায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, সেখানকারই তিরু ও ওটিং বস্তি এলাকার মাঝে জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহ করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ ভুল করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় বেশ কয়েকজন গ্রামবাসীকে ৷ এখনও পর্যন্ত পাঁচজন নাগা যুবকের মৃত্যুর খবর মিলেছে ৷

আরও পড়ুন:Omar Abdullah: ভূস্বর্গের এনকাউন্টারে মৃতদের দেহ ফেরাতে অবস্থান বিক্ষোভ ওমরের

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ৷ জনতার বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তারক্ষীরা ফের গুলি চালান বলে জানা গিয়েছে ৷ তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ নিরাপত্তারক্ষীদের গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা ৷ এই ঘটনায় অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয় ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

জঙ্গি ভেবে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যার ঘটনার নিন্দা করে স্থানীয়দের শান্ত থাকার আর্জি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ৷ তিনি টুইটে লেখেন, "মনের ওটিঙে সাধারণ নাগরিকদের হত্যার দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত নিন্দনীয় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে এবং ভূখণ্ডের আইন মেনে সুবিচার হবে ৷ সব পক্ষকে শান্ত থাকার আবেদন জানাচ্ছি ৷"

নাগাল্যান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ তিনি টুইটে লিখেছেন, "নাগাল্যান্ডের মনের ওটিঙে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তাতে ব্যথিত ৷ যারা পরিজনদের হারিয়েছে, সেই পরিবারগুলির প্রতি জানাই সমবেদনা ৷ রাজ্য সরকার উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, তারা এই ঘটনার তদন্ত করে স্বজন হারানো পরিবারদের সুবিচার পাওয়া নিশ্চিত করবে ৷"

আরও পড়ুন:নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ আরও 6 মাস বাড়াল কেন্দ্র

এ দিকে, অসম রাইফেলসের (Assam Rifles on Nagaland incident) দাবি, মনের তিরুতে জঙ্গি কার্যকলাপের সম্ভাবনার খবর এসেছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা সূত্রে ৷ তারই ভিত্তিতে তিরুতে অভিযান চালানোর পরিকল্পনা করা হয়েছিল ৷ প্রাণহানির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ৷ এই ঘটনা ও তার পরের জনতার রোষের ঘটনাকে গভীর ভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন অসম রাইফেলসের আধিকারিকরা ৷

Last Updated : Dec 5, 2021, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details