কলকাতা, 7 জুলাই : মোদি মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে আজ, বুধবার ৷ সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে যে আজ সন্ধ্যাতেই রদবদল করা হবে ৷ সেখানে বাংলার কারা যুক্ত হবেন, সেই দিকে তাকিয়ে অনেকে ৷ মন্ত্রিসভার রদবদলের আগে আজ একাধিক মন্ত্রী ইস্তফা দিয়েছেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল ইস্তফা দিয়েছেন ৷ পদত্যাগী মন্ত্রীদের তালিকায় রয়েছেন বাংলার দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয় ৷ রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী 2019 সাল থেকে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ আর আসানসোলের সাংসদ বাবুল পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷
আরও পড়ুন :মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর ? মোদি মন্ত্রিসভায় সম্ভাব্য বড় বদল আজ
আজ সকাল থেকে মোদি মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দিতে শুরু করেন ৷ তাঁদের মধ্যে একজন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার এবং অন্যজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ সন্তোষ গাঙ্গোয়ার মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ তবে পূর্ণমন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল ৷ তিনি দেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ৷ কারণ, আগে ওই মন্ত্রকের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের আগে এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও ছিলেন ৷ এছাড়া উপস্থিত ছিলেন যাঁরা নতুন মন্ত্রী হতে পারেন, তাঁদের অনেকে ৷