উনা, 8 অগস্ট: হিমাচল প্রদেশের উনায় গোবিন্দ সাগর লেকের জলে তলিয়ে গেলেন সাত পর্যটক ৷ তাঁরা সকলেই পঞ্জাবের মোহালির বাসিন্দা ৷ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে ৷ উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন (Tourists Drowned in Himachal Lake) ৷
জানা গিয়েছে, এই পর্যটকরা প্রত্যেকেই পঞ্জাবের মোহালির বাসিন্দা ৷ মোট 11 জনের এই পর্যটক দলটি হিমাচল প্রদেশে ঘুরতে এসেছিল ৷ এদিন তাঁরা বাবা গরিব নাথের মন্দিরে গিয়েছিলেন ৷ তারপর তাঁরা উনার কোলকা গ্রামে গোবিন্দ সাগর লেকে স্নান করতে নেমেছিলেন ৷ তখনই তাঁদের মধ্যে 7 জন জলে তলিয়ে যায় ৷