পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 Teenagers Drown in River: বেগুসরাইতে নদীর জলে ভেসে গেল পাঁচ কিশোর - উত্তরপ্রদেশের আমরোহা জেলা

বিহারের বেগুসরাইতে গন্ডক নদীতে স্নান করতে নেমে মৃত পাঁচ কিশোর ৷ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে এই দুর্ঘটনা ঘটে ৷ উত্তরপ্রদেশের আমরোহা ইটভাটার জল ভর্তি গর্তে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে ৷

5 Teenagers Drown in River
5 Teenagers Drown in River

By

Published : May 5, 2023, 6:43 PM IST

বেগুসরাই (বিহার), 5 মে: জল ডুবে মারা গেল পাঁচজন কিশোর ৷ শুক্রবার বিহারের বেগুসরাই জেলায় গন্ডক নদীতে ঘটনাটি ঘটে ৷ পাঁচজনের বয়স 14 থেকে 20 বছরের মধ্য়ে ৷ তাদের মধ্যে তিনজন বিহারের পার্শ্ববর্তী মুঙ্গের ও মাধেপুরার বাসিন্দা । তারা তাদের বোনের বিয়েতে যোগ দিতে বেগুসরাইয়ের ওই গ্রামে এসেছিল ।

স্থানীয় ডুবুরি ও নৌকাওয়ালারা গন্ডক নদীতে মরদেহ খুঁজছেন । নদী থেকে ছোটু কুমার নামে একজনের দেহ উদ্ধার করা হয় । বাকি চারজনের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ গ্রামের প্রধান জানান, মোট নয়জন লোক স্নান করতে গন্ডক নদীর তীরে এসেছিলেন । তারা নদীর স্রোতে তারা ভেসে যায় ৷ চারজন কোনোমতে বেঁচে যায় ৷ বাকি পাঁচজন নদীতে ভেসে যায় ৷

গ্রামবাসীরা জানিয়েছে, নিহতদের নাম ছোটু, অভিষেক কুমার ও আকাশ ৷ বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি ৷ শুক্রবার যেখানে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । গ্রামবাসী ও নিহতের স্বজনরা বাকরুদ্ধ । বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয় ।

অন্যদিকে উত্তরপ্রদেশের আমরোহাজেলার গজরাউলা এলাকার নাউনার গ্রামে শুক্রবার সকালে ইটভাটার জল ভর্তি গর্তে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ ইটভাটার মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷

পুলিশ জানিয়েছে, গজরৌলা এলাকার নাউনার গ্রামে ওই গ্রামের সাবেক প্রধানের স্বামী রজব আলির একটি ইটের ভাটা রয়েছে । বিহারের শ্রমিকরা এখানে কাজ করে । এখানেই তারা বাস করে । শুক্রবার সকালে সৌরভ (4), সোনালি (3), অজিত (3) ও নেহা (2) ইটভাটা চত্বরে খেলছিল । এই সময় তারা জল ভর্তি একটি গর্তের কাছে পৌঁছায় । গর্তটি প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত জলে ভর্তি ছিল । সেই জলে পড়েই তাদের মৃত্যু হয় ৷

আরও পড়ুন:দুই পরিবারের বিবাদে চলল গুলি ! পড়ল 6টি লাশ, জখম 3

ABOUT THE AUTHOR

...view details