ধারওয়াড় (কর্ণাটক), 26 নভেম্বর :কলেজের অনুষ্ঠানে বিপত্তি ৷ প্রথমে 66 জন এবং তার পরদিনই 182 জন কলেজ পড়ুয়া আক্রান্ত হল কোভিড-19 ভাইরাসে (Covid-19 Positive) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধারওয়াড়ের একটি মেডিক্যাল কলেজে ৷ সূত্রের দাবি, কলেজের অনুষ্ঠানেই ছড়িয়েছে সংক্রমণ ৷ আক্রান্তরা সকলেই ডাক্তারি পড়ুয়া এবং তাঁদের প্রত্যেকেরই টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন :Corona in India : করোনা সংক্রমণ ফের 10 হাজারে
এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস (SDM College of Medical Sciences)-এর তরফ থেকে জানানো হয়েছে, গত 17 নভেম্বর সেখানে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ তারপরই সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী 300 জনেরও বেশি ছাত্রছাত্রীর কোভিড পরীক্ষা করানো হয় ৷ তাতেই প্রথমে 66 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে ৷ তারপর আরও 182 জন কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ স্থানীয় স্বাস্থ্য আধিকারিক নীতেশ কে পাতিল জানিয়েছেন, 17 নভেম্বরের ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে কেউ সংক্রামিত হলে সমস্যা আরও বাড়বে ৷