ইম্ফল, 21 ডিসেম্বর: স্টাডি ট্যুরে যাওয়ার পথে মণিপুরে ভয়ানক স্কুলবাস দুর্ঘটনা ৷ দুর্ঘটনায় কমপক্ষে 7 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মণিপুরের ননি জেলায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর (Several Students Feared Dead in School Bus Accident in Manipur) ৷ দুর্ঘটনায় প্রায় 20 জন স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে ৷ ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতর ও প্রশাসনের অন্যান্য বিভাগের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করে ৷ বর্তমানে আহত পড়ুয়াদের ইম্ফলে নিয়ে আসা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, পাহাড়ি জেলা ননির লংসাই এলাকার ওল্ড ক্যাচার রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ মণিপুরের রাজধানী ইম্ফল থেকে এটি প্রায় 55 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাস্থল ৷ থাম্বালনু উচ্চমাধ্যমিক স্কুলের পড়ুয়াদের বার্ষিক শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ 2টি বাসে করে ননি জেলার খৌপুমে এই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল পড়ুয়াদের ৷ কিন্তু, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে ? পুলিশ জানিয়েছে, পড়ুয়াদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ৷