পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Soldiers Death in UP : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 3 জওয়ান, জখম 2 - Road Accident in Basti UP

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন সেনা জওয়ান (Soldiers Death in UP) ৷

Road Accident in Basti UP
উত্তরপ্রদেশের বস্তিতে পথদুর্ঘটনা

By

Published : Mar 4, 2022, 9:04 AM IST

Updated : Mar 4, 2022, 12:04 PM IST

বস্তি (উত্তরপ্রদেশ), 4 মার্চ : কমপক্ষে 3 জন জওয়ানের মৃত্যু হল পথ দুর্ঘটনায় ৷ উত্তরপ্রদেশের বস্তি জেলার ঘটনা (road accident cases in basti) ৷ আরও দুই জওয়ানের অবস্থা সঙ্কটজনক ৷

ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স-এর ওই জওয়ানরা মুন্দেরওয়া এলাকায় (Munderwa area) জাতীয় সড়ক দিয়ে গাড়িতে যাচ্ছিলেন ৷ গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরকারি আধিকারিক ৷ মৃত এবং আহত জওয়ানদের পরিচয় এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন : Road Accident in Ranaghat : গাড়ি থামিয়ে চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত 1

মুন্দেরওয়া থানার অন্তর্গত খাজৌলা পুলিশ পোস্টের (Khajhaula police post) কাছে এই ঘটনাটি ঘটে ৷ এতটাই জোরে ধাক্কা লাগে যে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান ৷ আহত দুই জওয়ানকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Mar 4, 2022, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details