পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anti-militancy operations : সেনা অভিযানে উপত্যকায় 30 ঘণ্টায় নিহত 7 জঙ্গি, শহিদ 5 জওয়ান

জম্মু-কাশ্মীরে সোমবার থেকে জঙ্গি অভিযানে নেমেছে সেনা ৷ মঙ্গলবার দুপুরের পরেও অব্যাহত সংঘর্ষ ৷ সেনার গুলিতে নিহত 7 জঙ্গি ৷ অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন 5 ভারতীয় জওয়ান ৷

several soldiers and militants killed in jammu and kashmir during gunfight
সেনা অভিযানে থমথমে উপত্যকা, 30 ঘণ্টায় মৃত 7 জঙ্গি, প্রাণ হারিয়েছেন 5 জওয়ানও

By

Published : Oct 12, 2021, 5:14 PM IST

শোপিয়ান, 12 অক্টোবর : জঙ্গি বিরোধী অভিযানে ফের থমথমে উপত্যকা ৷ গত 30 ঘণ্টায় সেখানে সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে 7 জঙ্গির ৷ অন্য দিকে, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলাকালীন প্রাণ হারিয়েছেন 5 ভারতীয় জওয়ানও ৷ তবে মঙ্গলবার দুপুরের পরেও জঙ্গি বিরোধী অভিযানে ইতি পড়েনি ৷ বরং শোপিয়ানে সেনা-জঙ্গি গুলি বিনিময় অব্যাহত ৷

জঙ্গি বিরোধী আভিযানে সোমবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ এবং বন্দিপোরায় সেনার সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে এক জন করে জঙ্গির মৃত্যু হয় ৷ পুঞ্চের সুরানকোট অরণ্যে আবার জঙ্গিদের গুলিতে এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)-সহ পাঁচ জওয়ান প্রাণ হারান ৷ এর পর, মঙ্গলবার ভোরে শোপিয়ানের তুরান ইমামসাহিব এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাধে জওয়ানদের ৷ তাতে তিন জঙ্গি নিহত হয় ৷

আরও পড়ুন: Delhi Police : দিল্লিতে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার পাকিস্তানি নাগরিক

অন্য দিকে, মঙ্গলবার শোপিয়ানে উপত্যকা পুলিশের সঙ্গেও জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয় ৷ তাতে দু’জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে ৷ তবে মঙ্গলবার দুপুরের পরও গুলি বিনিময় অব্যাহত সেখানে ৷ তাই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ৷

গোপনসূত্রে খবর পেয়েই উপত্যকায় সোমবার অভিযান শুরু হয় বলে জানিয়েছেন শ্রীনগরে মোতায়েন সেনার 15 নম্বর বাহিনীর জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ৷ তবে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে শ্রীনগর এববং অন্যান্য এলাকার ঘটনার সঙ্গে জঙ্গি বিরোধী অভিযানকে জুড়ব না আমি ৷ ’’

আরও পড়ুন: Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

তবে বিগত কয়েক দিনে উপত্যকায় যতগুলি জঙ্গি বিরোধী অভিযান হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই তা চালানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ড জেনারেল পান্ডে ৷ তাঁর কথায়, ‘‘নাগরিকদের হত্যা অত্যন্ত নিন্দনীয় ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষ, উভয়কেই যত্নশীল হতে হবে ৷ অনুপ্রবেশ রুখতে সীমান্তে সতর্ক প্রহরী বসানো হয়েছে ৷ মানুষের সহযোগিতাই সীমান্ত এলাকায় জঙ্গিদের সঙ্গে যুঝতে সাহায্য করবে আমাদের ৷ সেনা দক্ষ হাতেই পরিস্থিতি সামাল দিচ্ছে ৷ অতিরিক্ত বাহিনীর প্রয়োজন নেই ৷’’ জঙ্গি বিরোধী অভিযানে প্রাণ হারানো জওয়ানদের শ্রদ্ধাও জানান লেফটেন্যান্ট জেনারেল পান্ডে ৷

ABOUT THE AUTHOR

...view details