পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Students Drowned in Jharkhand: ঝাড়খণ্ডে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু, চারজনের দেহ উদ্ধার

ঝাড়খণ্ডে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ তাদের মধ্যে চারজনের দেহ উদ্ধার করেছে ডুবুরিরা ৷ একজনকে জীবিত অবস্থা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজন কিশোরের খোঁজ চলছে ৷

school students drowned
ঝাড়খণ্ডে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:19 PM IST

হাজারীবাগ(ঝাড়খণ্ড), 17 অক্টোবর:ঝাড়খণ্ডে স্থান করতে নেমে জলে ডুবে 6 স্কুল পড়ুয়ার মৃত্যু । যার মধ্যে চারজনের দেহ উদ্ধার হয়েছে । ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ইচক ব্লকে লোটোয়া বাঁধে ৷ দেহ উদ্ধার হওয়া কিশোরদের নাম সুমিত কুমার, শিবসাগর, ইশান সিং ও মায়াঙ্ক । তাদের মধ্যে সোনু কুমার নামে এক ছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে । একজনের খোঁজে তল্লাশি চলছে ৷

সূত্রের খবর, কিশোররা সকলে হাজারীবাগের মাউন্ট মাউন্ট স্কুলে পড়ত । মঙ্গলবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল তারা ৷ তবে স্কুলে যায়নি ৷ বরং সকলে মজা করার উদ্দেশে হাজারীবাগ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে লোটোয়া বাঁধে ঘুরতে যায় । সকাল সাতটার দিকে সকল শিক্ষার্থীরা বাঁধে ঘুরতে এসেছিল । বাঁধের পাশে স্কুলের পোশাক খুলে তারা জলে নেমেছিল বলে জানা গিয়েছে । মনে করা হচ্ছে, এরপরেই এক কিশোর গভীর জলে তলিয়ে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টায় আরও 5 কিশোরও জলে নামে ৷ পরে তারাও ডুবে যায় । তবে তাদের মধ্যে এক পড়ুয়া জলে নামেনি ৷ সেই আশেপাশের লোকজনকে ঘটনার খবর দেয় ৷

আরও পড়ুন:বোকারোর খাঞ্জো নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 3 যুবক

খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন এবং পরে জেলা প্রশাসন-সহ বহু সমাজকর্মীও ঘটনাস্থলে পৌঁছন । সঙ্গে সঙ্গে ডুবুরির দল বাঁধের জলে নেমে পড়ুয়াদের খোঁজ শুরু করে । এরপরেই চার কিশোরের দেহ উদ্ধার করা হয় । নিহতদের মধ্যে শিবসাগর দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে । সে মাতওয়ারী গান্ধি ময়দানের পিছনে তার দিদার বাড়িতে থেকে পড়াশোনা করত । সে মূলত কেরদারি পেটোর বাসিন্দা । তার বাবার নাম শঙ্কর রজক, যিনি একটি বেসরকারি চাকরি করেন ৷ মা বীণা দেবী শিক্ষিকা ৷

ABOUT THE AUTHOR

...view details