পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dhanbad Bus Accident : ধানবাদে উল্টে গেল এ রাজ্যের তীর্থযাত্রী বোঝাই বাস, আহত অনেক - ধানবাদে বাস দুর্ঘটনা

তীর্থযাত্রীদের নিয়ে ধানবাদে উল্টে গেল একটি বাস ৷ ঘটনাটি ঘটেছে গোবিন্দপুর থানা এলাকায় ৷ বাসে মোট 68 জন তীর্থযাত্রী ছিলেন ৷ তাঁরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Dhanbad Bus Accident
Dhanbad Bus Accident

By

Published : Oct 8, 2021, 2:13 PM IST

Updated : Oct 8, 2021, 3:05 PM IST

ধানবাদ, 8 অক্টোবর : রাতের অন্ধকারে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস ৷ বাসযাত্রীরা সকলেই এ রাজ্যের বাসিন্দা ৷ বৃহস্পতিবার গভীর রাতে ধানবাদ জেলার গোবিন্দপুর থানা এলাকার অম্বোনা মোড়ের কাছে উল্টে যায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস ৷ ঘটনায় আহত হন অনেকেই ৷ আহতদের সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তবে বর্তমানে সকলেই আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে ৷

তীর্থযাত্রীরা সকলেই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাঁরা সকলেই পঞ্জাব, ওড়িশা, কাশী, হরিদ্বার ও অযোধ্যা প্রভৃতি স্থান থেকে তীর্থ করে নিজের জেলায় ফিরছিলেন ৷ কিন্তু জিটি রোডের কাছে আসতেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ৷

যাত্রীরা জানান, ঘুমিয়ে থাকার কারণে তাঁরা জানেন না কীভাবে ঘটনাটি ঘটেছে ৷ এলাকাবাসীরা জানান, বাসটি একটি হোটেলের কাছে পার্ক করা ছিল ৷ পিছনের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় ৷

বাসের মোট 68 জন যাত্রীর মধ্যে 35 জন ছিলেন মহিলা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ৷ ঘটনাস্থলে পৌঁছে এএসআই বিজয় শ্রীবাস্তব জানান, হাসপাতালে ভর্তি আহত সকলেই আপাতত বিপন্মুক্ত ৷ বাসের ব্যবস্থা করে সকল যাত্রীদের বর্ধমানে পাঠানো হচ্ছে ৷ সেখান থেকে বাসের মালিক অন্য বাসের ব্যবস্থা করে সকল যাত্রীদের বাড়ি পৌঁছে দেবে ৷

আরও পড়ুন :Barabanki accident : বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বারাবাঁকিতে মৃত 9, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

Last Updated : Oct 8, 2021, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details