পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Surat Gas leakage : সুরাতে ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস লিক, মৃত কমপক্ষে 6

বিষাক্ত গ্যাসের প্রভাবে মারা গেলেন কমপক্ষে 6 জন ৷ আহত 20 জন (gas leakage in Surat) ৷

gas leakage in Surat Gujrat
সুরাতে গ্যাস লিকে মৃত 5

By

Published : Jan 6, 2022, 8:52 AM IST

Updated : Jan 6, 2022, 9:41 AM IST

সুরাত, 6 জানুয়ারি : বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হল অন্ততপক্ষে 6 জন শ্রমিকের ৷ বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে গুজরাতের সুরাতে ৷ সচিন জিআইডিসি অঞ্চলে (Sachin GIDC area) একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হয়ে মৃত্যু হয় 6 জনের ৷ অসুস্থ হয়ে পড়েন আরও 20 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে (6 workers killed after inhaling gas in surat) ৷ এই কথা জানিয়েছেন সুপারিনটেন্ডেন্ট ডাঃ ওমকার চৌধুরী (gas leakage in Surat) ৷

ওই ঘাতক ট্যাঙ্কারটি একটি কারখানার কাছে পার্ক করা ছিল ৷ সেখানে থেকে গ্যাস লিক হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ সচিন শিল্পাঞ্চল এলাকায় কারখানার ভিতরে ছিলেন কর্মীরা, জানিয়েছেন সুরাত পৌরনিগমের আধিকারিক বসন্ত পারিক ৷

আরও পড়ুন : থানের রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে অসুস্থ বহু

বৃহস্পতিবার ভোর 4.25 নাগাদ দমকল দফতরে খবর আসে, কারখানার সামনে দাঁড়ানো রাসায়নিক পদার্থ ভর্তি ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে ৷ আর নিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করে 25-26 জন কর্মচারী জ্ঞান হারিয়ে ফেলেছেন ৷ আধিকারিক বলেন, "সবাইকে দ্রুত সিভিল হাসপাতালে নিয়ে যাওয় হয় ৷ ছ'জন মারা গিয়েছেন ৷"

এরপর দমকল দফতর কোনও ভাবে ট্যাঙ্কারের ভালভটি আটকে গ্যাস লিকেজ বন্ধ করে ৷

Last Updated : Jan 6, 2022, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details