ছত্তিশগড়, 18 এপ্রিল : ছত্তিশগড়ের রায়পুরের হাসপাতালে আগুন ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের ৷ দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷
আজ সকালে ছত্তিশগড়ের রায়পুরের রাজধানী হাসপাতালে আগুন লাগে ৷ আগুন লাগার ফলে মৃত্যু হয় 5 জনের ৷ হাসপাতালের বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, "এই দুর্ঘটনায় পাঁচজনের মৃ্ত্যু হয়েছে ৷ বাকি রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷"