পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Firecracker Explosion in Odisha: দোলের জন্য তৈরি হচ্ছিল বাজি, বিস্ফোরণে প্রাণ গেল অন্তত 4 জনের - ওডিশা

দোলের উৎসব শুরু হওয়ার আগেই ভয়াবহ ঘটনা ৷ ওডিশার খোরধা জেলার ভূষণ্ডপুর গ্রামে বাজি তৈরির সময় বিস্ফোরণ (Firecracker Explosion in Odisha) ৷ ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্য়া তিন থেকে চার ৷

several people lost their lives and some more severely injured due to a Firecracker Explosion in Odisha
বাজি তৈরির সময় বিস্ফোরণ

By

Published : Mar 6, 2023, 2:56 PM IST

ভুবনেশ্বর, 6 মার্চ: ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল অন্তত চারজনের ৷ ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে আরও তিনজন (মতান্তরে আহতের সংখ্য়া চার) ৷ প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, বাজিতে আগুন লেগেই ঘটেছে বিপত্তি ৷ সোমবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে ওডিশার খোরধা জেলার ভূষণ্ডপুর গ্রামে (Firecracker Explosion in Odisha) ৷

এই এলাকাটি টাঙ্গি থানার আওতাধীন ৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভূষণ্ডপুর গ্রামের একটি বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল ৷ তাতেই এদিন কোনওভাবে আগুন লেগে যায় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, রাত পোহালেই দোল উৎসব ৷ এই উৎসবে ওডিশার নানা প্রান্তে বাজি ফাটানোর রেওয়াজ রয়েছে ৷ বিভিন্ন গ্রামে বহু মানুষ এই সময় বাড়িতেই নানা ধরনের বাজি তৈরি করেন ৷ যে বাড়িটিতে বিষ্ফোরণ ঘটে, সেই বাড়িটিতেও এভাবেই বাজি তৈরি করা হচ্ছিল ৷ দোলের আগে প্রচুর বাজি বাড়ির ভিতর মজুত করে রাখা হয়েছিল ৷ পাশাপাশি, সোমবার সকালেও বাজি তৈরির কাজ চলছিল ৷ ফলে বিস্ফোরণ যখন ঘটে, তখন কার্যত বারুদের স্তূপের উপর বসেছিলেন আক্রান্তরা ! তাই সময় থাকতে বাড়ির বাইরে বেরোনোর সুযোগ পাননি তাঁরা ৷ তার আগেই আগুনে মারাত্মকভাবে পুড়ে যান সকলে ৷ প্রাণ যায় চারজনের ৷ বাকিরাও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷

আরও পড়ুন:গোরক্ষপুরে বিয়ের খাবারে বিষক্রিয়ায় অসুস্থ 60, হাসপাতালে 6 জন

বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় টাঙ্গি থানার পুলিশ ৷ পৌঁছন দমকলকর্মীরা ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হন তাঁরা ৷ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ এই কাজে পুলিশ ও দমকলকর্মীদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দরা ৷ তাঁরা বলছেন, এই বিস্ফোরণে অনেক টাকার বাজিও নষ্ট হয়ে গিয়েছে ৷ তবে, ঘটনায় মৃত ও আহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলছে পুলিশ ৷ ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তও শুরু করেছে তারা ৷ এটি নিছক কোনও দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিকে, উৎসবের মরশুমে এমন ঘটনা ঘটায় শোকস্তব্ধ এলাকাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details