ভুবনেশ্বর, 6 মার্চ: ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল অন্তত চারজনের ৷ ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে আরও তিনজন (মতান্তরে আহতের সংখ্য়া চার) ৷ প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, বাজিতে আগুন লেগেই ঘটেছে বিপত্তি ৷ সোমবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে ওডিশার খোরধা জেলার ভূষণ্ডপুর গ্রামে (Firecracker Explosion in Odisha) ৷
এই এলাকাটি টাঙ্গি থানার আওতাধীন ৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভূষণ্ডপুর গ্রামের একটি বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল ৷ তাতেই এদিন কোনওভাবে আগুন লেগে যায় ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, রাত পোহালেই দোল উৎসব ৷ এই উৎসবে ওডিশার নানা প্রান্তে বাজি ফাটানোর রেওয়াজ রয়েছে ৷ বিভিন্ন গ্রামে বহু মানুষ এই সময় বাড়িতেই নানা ধরনের বাজি তৈরি করেন ৷ যে বাড়িটিতে বিষ্ফোরণ ঘটে, সেই বাড়িটিতেও এভাবেই বাজি তৈরি করা হচ্ছিল ৷ দোলের আগে প্রচুর বাজি বাড়ির ভিতর মজুত করে রাখা হয়েছিল ৷ পাশাপাশি, সোমবার সকালেও বাজি তৈরির কাজ চলছিল ৷ ফলে বিস্ফোরণ যখন ঘটে, তখন কার্যত বারুদের স্তূপের উপর বসেছিলেন আক্রান্তরা ! তাই সময় থাকতে বাড়ির বাইরে বেরোনোর সুযোগ পাননি তাঁরা ৷ তার আগেই আগুনে মারাত্মকভাবে পুড়ে যান সকলে ৷ প্রাণ যায় চারজনের ৷ বাকিরাও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷