পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident in Ambala: পণ্যবোঝাই ট্রাকের পিছনে বাসের ধাক্কা, কমপক্ষে আটজনের মৃত্যু - হরিয়ানা

হরিয়ানার আম্বালায় ভয়াবহ পথ দুর্ঘটনা (Bus Truck Collision in Ambala) ৷ তাতে কমপক্ষে আটজনের মৃত্যুর খবর মিলেছে (Eight People lost lives in a Road Accident) ৷ আহতের সংখ্য়া অন্তত 20 ৷

Several People lost lives when a Bus and a Truck Collided in Ambala
দুর্ঘটনার পর

By

Published : Mar 3, 2023, 9:11 PM IST

আম্বালা, 3 মার্চ:ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে আটজনের (Eight People lost lives in a Road Accident) ৷ একই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত 20 জন ৷ শুক্রবার হরিয়ানার আম্বালায় একটি ট্রাক ও একটি লরির সংঘর্ষ হয় (Bus Truck Collision in Ambala) ৷ তাতেই হতাহতের এই ঘটনা ঘটে ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ তাঁদের উপস্থিতিতেই শুরু হয় উদ্ধারকাজ ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় আট জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ ময়নাতদন্তের জন্য দেহগুলি স্থানীয় পঞ্চকুলা সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ আহতদেরও চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে ৷ তাঁদের মধ্য়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি উত্তরপ্রদেশের বরেলি থেকে হিমাচল প্রদেশের বাড্ডির দিকে যাচ্ছিল ৷ বাসটির গতি অত্যন্ত বেশি ছিল ৷ দ্রুত গতিতেই শাহজাদপুর পৌঁছয় বাসটি ৷ সেখানে একটি ট্রাককে পিছন থেকে মারে সেটি ৷ এই ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে দু'টি গাড়িই দুমড়ে, মুচড়ে যায় ৷

আম্বালার এক পুলিশকর্মী জানিয়েছেন, পণ্যবাহী ওই ট্রাকটিতে লোহার চাদর বোঝাই করা ছিল ৷ ধাক্কার পর সেই পণ্য-সহ ট্রাকটি রাস্তার উপর উলটে যায় ৷ অন্যদিকে, বাসে সওয়ার যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমিক ৷ তাঁদের প্রায় সকলেই বরেলির বাসিন্দা ৷ কাজের সন্ধানে হিমাচল প্রদেশ যাচ্ছিলেন তাঁরা ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দ্রুত গতির কারণেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারেন ৷ তবে, এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:টেম্পোয় ধাক্কা মারল বিলাসবহুল বাস, চালকের মৃত্যু

আম্বালা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এদিনের দুর্ঘটনায় মৃতদের পরিচয়ে এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে, সেই চেষ্টা চলছে ৷ আহতদের মধ্যে কেউ মৃতদের কাউকে চেনেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ একইসঙ্গে, ওই এলাকায় যত জায়াগায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেইসব ক্যামেরার 'ফুটেজ' সংগ্রহ করছে পুলিশ ৷ দুর্ঘটনার কারণ জানতে এই সিসিটিভি ফুটেজ পুলিশকে সহযোগিতা করবে বলে মনে করা হচ্ছে ৷ যদি এই দুর্ঘটনার জন্য কেউ দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details