পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Tree Fall Incident: টিনের চালায় ভেঙে পড়ল গাছ, প্রাণ গেল সাতজনের - গাছ পড়ে মৃত্যু

টিনের চালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গাছ ৷ তাতে প্রাণ যায় কমপক্ষে সাতজনের ৷ মহারাষ্ট্রের অকোলার এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন ৷

several people lost lives after an old tree fall on a tin Shed in Maharashtra
গাছ পড়ে বিপত্তি

By

Published : Apr 10, 2023, 4:21 PM IST

অকোলা (মহারাষ্ট্র), 10 এপ্রিল: টিনের চালায় গাছ পড়ে ঘটে গেল ভয়াবহ ঘটনা ৷ প্রাণ গেল অন্তত সাতজনের ৷ আহত হয়েছেন কমপক্ষে আরও 30 জন ৷ রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মহারাষ্ট্রের অকোলা এলাকায় ৷ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে জেলাশাসক নিমা অরোরা জানান, যে গাছটি ভেঙে পড়েছে, সেটি অত্যন্ত পুরনো ছিল ৷ এই দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত টিনের চালাটির নীচে অন্তত 40 জন ছিলেন বলেও জানিয়েছেন তিনি ৷

নিমার কথায়, "ঘটনার সময় প্রায় 40 জন ওই টিনের চালের নীচে ছিলেন ৷ তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে 36 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা আমরা জানতে পারি ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ পরে মৃতের সংখ্যা আরও বেড়ে হয় সাত ৷ আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷"

ঘটনার পর দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ তাঁর দাবি, এই ঘটনায় আক্রান্তরা সকলেই পুণ্য়ার্থী ৷ অকোলা জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই এসেছিলেন তাঁরা ৷ তার মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা ৷

আরও পড়ুন:পথ দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের মৃত ছয়

এই ঘটনা নিয়ে টুইটারেও শোকজ্ঞাপন করেছেন দেবেন্দ্র ৷ তিনি লিখেছেন, "অকোলা জেলার পারসে কয়েকজন পুণ্য়ার্থীর মৃত্যু হয়েছে ৷ তাঁরা একটি টিনের চালার নীচে আশ্রয় নিয়েছিলেন ৷ সেই সময়েই তার উপর একটি গাছ ভেঙে পড়ে ৷ এই খবর শুনে আমার হৃদয় ভারাক্রান্ত ৷ আক্রান্তদের সকলের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷ ঘটনার পরই জেলাশাসক এবং পুলিশ সুপার সেখানে পৌঁছে যান ৷ আহতদের যাতে দ্রুত চিকিৎসা হয়, সেই বন্দোবস্ত করেন তাঁরা ৷ আমরা ওই আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছি ৷ আহতদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ যাঁদের আঘাত তেমন গুরুতর নয়, তাঁদের চিকিৎসা চলছে বালাপুরে ৷ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে স্থির করেছেন, ঘটনায় মৃতদের নিকট আত্মীয়দের তাঁর ত্রাণ তহবিল থেকে অর্থসাহায্য করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details