ভাটাপাড়া (ছত্তিশগড়), 24 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 11 জনের ৷ মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে খবর ৷ পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য রায়পুরে রেফার করা হয়েছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে খামারিয়ার ভালোদা বাজারে একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে (Road Accident in Chhattisgarh)৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, পিকআপ গাড়িতে যাতায়াতকারী সবাই একই পরিবারের আত্মীয় ছিলেন ৷ এরা সকলেই খিলোরা গ্রামে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে অর্জুনি গ্রামে ফিরছিলেন ৷
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ পিকআপ ট্রাকে থাকা সব যাত্রীকে বের করে আনা হয় ৷ মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে ভাটাপাড়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ বাঘেল জানান, বৃহস্পতিবার রাতে ভালোদা বাজার-ভাটাপাড়া জেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ গাড়ির সংঘর্ষের ফলে 11জনের মৃত্যু হয় ৷ বেশ কয়েকজন আহত হন ৷ যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও শনাক্ত করা যায়নি ৷