পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Road Accident Chhattisgarh: ট্রাকের সঙ্গে পিকআপ গাড়ির সংঘর্ষ, ঘটনাস্থলে মৃত একই পরিবারের 11 - ছত্তিশগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের

ছত্তিশগড়ের ভাটাপাড়ার খামারিয়ার কাছে পিকআপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের 11 জনের (Eleven People Killed in Accident in Chhattisgarh)৷

Etv Bharat
ছত্তিশগড়ে পথ দুর্ঘটনা

By

Published : Feb 24, 2023, 9:47 AM IST

ভাটাপাড়া (ছত্তিশগড়), 24 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 11 জনের ৷ মৃতদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে খবর ৷ পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য রায়পুরে রেফার করা হয়েছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে খামারিয়ার ভালোদা বাজারে একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে (Road Accident in Chhattisgarh)৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, পিকআপ গাড়িতে যাতায়াতকারী সবাই একই পরিবারের আত্মীয় ছিলেন ৷ এরা সকলেই খিলোরা গ্রামে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে অর্জুনি গ্রামে ফিরছিলেন ৷

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ পিকআপ ট্রাকে থাকা সব যাত্রীকে বের করে আনা হয় ৷ মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে ভাটাপাড়া মহকুমা পুলিশ আধিকারিক সিদ্ধার্থ বাঘেল জানান, বৃহস্পতিবার রাতে ভালোদা বাজার-ভাটাপাড়া জেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ গাড়ির সংঘর্ষের ফলে 11জনের মৃত্যু হয় ৷ বেশ কয়েকজন আহত হন ৷ যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও শনাক্ত করা যায়নি ৷

এই দুর্ঘটনার বিষয়ে জেলা কালেক্টর রজত বনসল এবং এসপি দীপক কুমার ঝাকে জানানো হয়েছে ৷ এই বিষয়ে জেলা কালেক্টর তথা জেলাশাসক রজত বনসল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা বিবেচনা করার জন্য সুপারিশ করবেন ৷ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা বর্তমানে আহতদের তদারকির দায়িত্বে আছেন ৷ ময়নাতদন্ত করার পর দেহ দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়ার পাশাপাশি হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাঁদেরও দেখাশোনা করছেন তাঁরা ৷ গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি পথ দুর্ঘটনার খবর মিলেছে । তাতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। কখনও উত্তরপ্রদেশ কখনও আবার পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনের প্রাণ কেড়েছে দুর্ঘটনা। এবার ভয়াবহ পথ দুর্ঘটনায় ছত্তিশগড়ে প্রাণ গেল 11 জনের ।

আরও পড়ুন : পিলিভিট ও শামলিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল 6 বন্ধুর

ABOUT THE AUTHOR

...view details