জিন্দ (হরিয়ানা), 24 মে : মঙ্গলবার হরিয়ানার জিন্দে একটি পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে (Six People Dead in Road Accident in Jind Haryana) ৷ যে ঘটনায় আরও 17 জনের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ মৃতদের মধ্যে 15 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধও রয়েছেন ৷ জিন্দ পুলিশের তরফে জানানো হয়েছে, কন্ডেলা গ্রামের কাছে একটি ট্রাক মুখোমুখি পিকআপ ভ্যানে ধাক্কা মারে ৷ ওই পিকআপ ভ্যানে একই পরিবারের সদস্যরা ছিলেন ৷ তাঁরা নিজেদের এক আত্মীয়ের অস্থি ভাসিয়ে ফিরছিলেন ৷
জানা গিয়েছে, হিসারের নারনন্দের বাসিন্দা পেয়ারেলাল নামে এক ব্যক্তির পরলৌকিক ক্রিয়া করে ফিরছিলেন তাঁর পরিবারের সদস্যরা ৷ হরিদ্বারে ওই ব্যক্তির অস্থি ভাসাতে গিয়েছিলেন তাঁরা ৷ ফেরার পথে জিন্দের কন্ডেলা গ্রামের কাছে একটি ট্রাক বেপরোয়া গতিতে সামনে থেকে পিকআপ ভ্যানে ধাক্কা মারে ৷ এই ঘটনায় মৃতেরা হলেন চন্নো (45), শীশপাল (39), অঙ্কুশ (15), ধন্না (70) এবং সুরজি দেবী (65) ৷ এই ঘটনায় মৃতদের মধ্যে একজন পঞ্জাবের বাসিন্দা ৷ তিনি সম্পর্কে ওই পরিবারের আত্মীয় ছিলেন ৷