বিড় (মহারাষ্ট্র), 26 অক্টোবর: রাত থেকে ভোরের মধ্যে জোড়া দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের বিড় জেলায় ৷ দুই দুর্ঘটনায় মৃতের সংখ্যা 10 ৷ আহত হয়েছেন অনেকে ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে ৷
প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে 11টা নাগাদ ৷ সেই সময় বিড়ের কাছে দৌলবাদগাঁওয়ে রাজ্য সড়কের উপর একটি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি অ্যাম্বুল্যান্স ৷ দু’টি গাড়িই ধামনগাঁও থেকে আহমেদনগরের দিকে যাচ্ছিল ৷ ওই দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সে চারজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন একজন ৷
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বিড় জেলার অস্থি পথ এলাকায় ৷ সেখানে একটি যাত্রীবাহী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ তার জেরে দুর্ঘটনা ঘটে ৷ ওই দুর্ঘটনায় ছ’জন যাত্রীর মৃত্যু ৷ এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ ৷
প্রথম দুর্ঘটনায়, একটি ট্রাক ধামনগাঁও থেকে আহমেদনগরের দিকে যাচ্ছিল মহারাষ্ট্রের বিড় জেলার অস্থি তালুকের আমভোরা সীমানার দৌলাবাদগাঁও এলাকায় দত্ত মন্দিরের কাছে ভেনকো কোম্পানির দিকে বাঁ দিকে মোড় নেওয়ার সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ওই ট্রাকটিকে ধাক্কা দেয় । তার জেরেই ওই দুর্ঘটনা ঘটে ৷