পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 13 - গোয়ালিয়রে পথ দুর্ঘটনায় মৃত 10

বাস এবং অটোর ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে

দুর্ঘটনা
দুর্ঘটনা

By

Published : Mar 23, 2021, 7:32 AM IST

Updated : Mar 23, 2021, 4:35 PM IST

গোয়ালিয়র(মধ্যপ্রদেশ), 23 মার্চ : মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি বাস এবং অটোর মধ্যে ধাক্কাধাক্কিতে মৃত 13 । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা এবং আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেনমধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

এর আগে 14 মার্চ মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 8 শ্রমিকের মৃত্যু হয়েছিল । গুরুতর আহত হয়েছিলেন 50-এরও বেশি । ভোপাল থেকে 50 কিলোমিটার দূরে একটি বাস দুর্ঘটনায় 11 যাত্রীর মৃত্যু হয়েছিল । আহত হন 25 জন যাত্রী ।

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনা

2019 সালে ভোপাল-ছত্রপুরগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেইচান নদীতে পড়ে যায় । দুর্ঘটনায় মৃত্যু হয় 6 জনের । ওই বছরই রিভায় বাস ও ট্রাকের সংঘর্ষে 9 জনের মৃত্যু এবং 10 জন আহত হয়েছিলেন ।

Last Updated : Mar 23, 2021, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details