এলুরু (অন্ধ্রপ্রদেশ), 14 এপ্রিল : কমপক্ষে 6 জন মারা গিয়েছেন একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার পোরাস ইন্ডাস্ট্রিতে ৷ এই রাসায়নিক কারখানার 4 নং ইউনিটে আগুন লেগে 13 জন জখম হয়েছেন ৷ তাঁদের নুজিভিডু হাসপাতালে পাঠানো হয় ৷ এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বিজওয়াড়ায় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে (Several People died in chemical factory fire in Eluru of Andhra Pradesh ) ৷
সূত্র অনুযায়ী, কারখানায় 150 জনেরও বেশি কর্মী বিভিন্ন শিফটে কাজ করতেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ৷ তারা আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এলুরুর এসপি ছুটে যান রাসায়নিক কারখানায় ৷ কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ মৃত 6 জনের মধ্যে চারজন বিহারের বাসিন্দা ৷ এই কারখানাটির 4 নং ইউনিটে পলিমার পাউডার উৎপাদন করা হত ৷
কর্মীদের অভিযোগ, আগুন লেগে তা ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয় ৷ কিন্তু সেই সময় কারখানার গেট বন্ধ করে দেওয়া হয় ৷ তাঁদের বেরতে দেওয়া হয়নি ৷ সংস্থার মালিক পক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ কারখানাটিতে আগে চিনি উৎপাদন হত ৷ আগুন লাগার পর কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি ৷ এমনকি অ্যাম্বুলেন্সও ডাকেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মীরা ৷