নয়াদিল্লি, 31 মার্চ: অগ্নিকাণ্ডের জেরে তৈরি হওয়া ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ছ’জনের ৷ শুক্রবার সকালে উত্তর পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কে ঘটনাটি ঘটে ৷ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল ৷ তারা সংশ্লিষ্ট বাড়ি থেকে ন’জনকে উদ্ধার করে ৷ উদ্ধারের সময় ওই ন’জন গুরুতর অসুস্থ ছিলেন ৷ পরে ওই ন’জনের মধ্যে 6 জনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ও এক শিশুও রয়েছে ৷ পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে থানায় একটি ফোন আসে ৷ ফোনের ওপারে যিনি ছিলেন, তিনি জানান যে শাস্ত্রী পার্কের যে রাস্তায় মাজার রয়েছে, সেখানকার মাছি মার্কেটে একটি বাড়িতে আগুন লেগেছে ৷ পুলিশ সেখানে যায় ৷ খবর দেওয়া দমকলকেও ৷ পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায় ৷ পুলিশ ও দমকলের কর্মীরা বাড়ির ভিতর থেকে ন’জনকে উদ্ধার করেন ৷
তাঁদের স্থানীয় জগপ্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ছ’জনের ৷ এখনও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল থেকে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ ৷ একজন প্রাপ্তবয়স্ক মহিলা ৷ আর একটি শিশু মারা গিয়েছে ৷ তার বয়স দেড় বছর ৷ তবে এখনও এঁদের নাম ও পরিচয় পুলিশ জানাতে পারেনি ৷