আমালাপুরম, 27 ডিসেম্বর:মার্কিনযুক্তরাষ্ট্রের টেক্সাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ তাতে মৃত্যু হয়েছে পাঁচ ভারতীয়ের ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে তাঁরা অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের বাসিন্দা। দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁরা মুম্মিদিভারম বিধানসভার ওয়াইএসআরসিপি'র (যুব শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি) বিধায়ক পোন্নাদা সতীশের আত্মীয় হিসেবে পরিচিত ৷
সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃতদের সবাই বিধায়ক সতীশ বাবাইয়ের পরিবারের সদস্য বলে চিহ্নিত করেছে। এই দুর্ঘটনায় পোন্নাদা নাগেশ্বর রাও, তাঁর স্ত্রী সীতামহলক্ষ্মী, মেয়ে নবীনা গঙ্গা, নাতি ও নাতনি ঘটনাস্থলেই মারা যান ৷ পাশাপাশি মৃত পোন্নাদা নাগেশ্বর রাওয়ের জামাই লোকেশ গুরুতর আহত হয়ে সেদেশের হাসপাতালে চিকিৎসাধীন ৷ ভয়াবহ পথ দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমেরিকান পুলিশ তদন্ত শুরু করেছে ৷
জানা গিয়েছে, মৃতরা যে গাড়িতে যাচ্ছিলেন সেটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ৷ তাতেই মর্মান্তিক পরিণতি ৷ জনসন কাউন্টির 67 নম্বর টেক্সাস হাইওয়ে ওই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষটি ঘটে। আহত লোকেশের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ট্রাকের দুই আরোহীও আহত হয়েছেন এবং তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷ অন্ধ্রপ্রদেশ থেকে আসা নিহতরা আটলান্টা থেকে টেক্সাসে এক আত্মীয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে সেদেশের প্রশাসন সূত্রে ।
মৃত পোন্নাদা নাগেশ্বর রাও ওয়াইএসআরসিপি বিধায়ক সতীশ কুমারের কাকা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার তাঁরা আটলান্টা থেকে টেক্সাস যাওয়ার পথে মাঝে একটি জুয়োলজিক্যাল পার্কও পরিদর্শন করেন। তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (টিএএনএ)-এর আধিকারিকরা হাসপাতালে যান তাঁদের দেখতে ৷ মৃত পোন্নাদা নাগেশ্বর রাওয়ের আহত জামাইয়ের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। মৃতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
- কর্ণাটকে স্কুল বাস দুর্ঘটনায় গুরুতর আহত চলক-সহ 3 পড়ুয়া
- জামুরিয়ার কারখানায় গলা লোহা ছিটকে আহত 6 শ্রমিক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত 1
- শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3