রুড়কি (উত্তরাখণ্ড), 26 ডিসেম্বর: ইটভাটার দেওয়াল ধসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷ দুর্ঘটনায় ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মারা গিয়েছে বহু গবাদি পশুও৷ ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ৷ ঘটনাস্থল হরিদ্বারের মঙ্গলোর কোতোয়ালি এলাকার লাহাবলি গ্রাম ৷ সেখানেই শ্রমিকরা এ দিন সকালে কাজে ব্যস্ত ছিলেন ৷ পাশেই কিছু গবাদি পশও ছিল ৷ আচমকা দেওয়াল ভেঙে পড়ে ৷ দেওয়াল ভেঙে পড়ার শব্দে ছুটে আসেন আশপাশের লোকেরা ৷ সঙ্গে সঙ্গে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন ৷
খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ৷ প্রশাসনের তরফে জেসিবি নিয়ে এসে উদ্ধারকাজ শুরু হয় ৷ তখনই ছ’জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় ৷ এছাড়া মৃত অবস্থায় বহু গবাদি পশুও উদ্ধার হয় ৷ স্থানীয়দের দাবি, যেখানে দেওয়াল ভেঙে পড়েছে, সেখানে আরও অনেকে কাজ করছিলেন ৷ তাই ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে আছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজ চলছে ৷ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা ও দরকারে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷