পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইটভাটার দেওয়াল ধসে ছয় শ্রমিকের মৃত্যু, কয়েকজনের চাপা থাকার আশঙ্কা; চলছে উদ্ধার কাজ - ইটভাঁটা

Accident due to Collapse of Brick Kiln Wall: উত্তরাখণ্ডের মঙ্গলোরে একটি ইটভাটার দেওয়াল ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে । ইটভাটার ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ । উদ্ধার অভিযান ।

Accident due to Collapse of Brick Kiln Wall
Accident due to Collapse of Brick Kiln Wall

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 1:58 PM IST

Updated : Dec 26, 2023, 2:43 PM IST

রুড়কি (উত্তরাখণ্ড), 26 ডিসেম্বর: ইটভাটার দেওয়াল ধসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের হরিদ্বারে ৷ দুর্ঘটনায় ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মারা গিয়েছে বহু গবাদি পশুও৷ ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ৷ ঘটনাস্থল হরিদ্বারের মঙ্গলোর কোতোয়ালি এলাকার লাহাবলি গ্রাম ৷ সেখানেই শ্রমিকরা এ দিন সকালে কাজে ব্যস্ত ছিলেন ৷ পাশেই কিছু গবাদি পশও ছিল ৷ আচমকা দেওয়াল ভেঙে পড়ে ৷ দেওয়াল ভেঙে পড়ার শব্দে ছুটে আসেন আশপাশের লোকেরা ৷ সঙ্গে সঙ্গে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন ৷

দুর্ঘটনাস্থলে উদ্বিগ্ন জনতার ভিড়

খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ৷ প্রশাসনের তরফে জেসিবি নিয়ে এসে উদ্ধারকাজ শুরু হয় ৷ তখনই ছ’জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় ৷ এছাড়া মৃত অবস্থায় বহু গবাদি পশুও উদ্ধার হয় ৷ স্থানীয়দের দাবি, যেখানে দেওয়াল ভেঙে পড়েছে, সেখানে আরও অনেকে কাজ করছিলেন ৷ তাই ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে আছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধারকাজ চলছে ৷ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা ও দরকারে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে জেসিবি

তবে যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই কারণে পুরো পরিস্থিতির নজর রেখেছেন হরিদ্বারের জেলাশাসক ধীরাজ সিং গারবিয়াল এবং হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোবাল ৷ ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন৷ প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ৷

হরিদ্বারে ইটভাঁটার দেওয়াল ধসে দুর্ঘটনায় আহতদের উদ্ধারে ঘটনাস্থলে অ্য়াম্বুলেন্স

পুলিশ ও প্রশাসনের সূত্র থেকে জানা গিয়েছে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ পরিচয় জানা গেলে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে ৷ তাছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে ৷ ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা ৷ কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ও প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন:

  1. প্রসাদে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু ! অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি প্রায় 200 জন
  2. ক্লাসরুমে কথা-কাটাকাটি, ব্লেড নিয়ে বন্ধুকে আক্রমণ প্রথম শ্রেণির পড়ুয়ার
  3. বাইকে বাড়ি ফিরছিলেন, পথে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু কনস্টেবলের
Last Updated : Dec 26, 2023, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details