পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashstra Fire : মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 10 করোনা রোগী - 10 Covid patients die

ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/06-November-2021/13558890_wb_fire.mp4
মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 6

By

Published : Nov 6, 2021, 1:17 PM IST

Updated : Nov 6, 2021, 4:01 PM IST

আহমেদনগর (মহারাষ্ট্র), 6 নভেম্বর : মহারাষ্ট্রের আহমেদনগরের জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে প্রাণ হারালেন 11 জন রোগী, যাঁর মধ্যে 10 জনের করোনার চিকিৎসা চলছিল৷ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

জানা গিয়েছে ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডে মোট 17 জন রোগী ভর্তি ছিলেন ৷ সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন ৷ দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷

মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত 11

আরও পড়ুন : Corona in India : উৎসবের মরশুমেও দেশে দৈনিক সংক্রমণ 10 হাজারে

কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি ৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷

Last Updated : Nov 6, 2021, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details