তিরুপাথুর (তামিলনাড়ু), 11 সেপ্টেম্বর:তামিলনাড়ুতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় কমপক্ষে 7 মহিলার মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার তিরুপাথুর জেলায় ৷ জানা গিয়েছে, পিছন থেকে একটি দ্রুতগামী লরি এসে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মারে ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের পিষে দেয় লরিটি । মৃত মহিলারা সকলেই তিরুপাথুর জেলার বাসিন্দা বলে সূত্রের খবর ৷ তাঁরা কর্ণাটকে ঘুরতে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় কবলে পড়ে তাঁদের ভ্যানটি ৷ ঘটনাস্থলেই প্রাণ যায় 7 মহিলার ।
জানা গিয়েছে, 8 সেপ্টেম্বর আম্বুরের পাশের ওনানগুত্তাই গ্রাম থেকে প্রায় 45 জনের একটি দল দুটি ভ্যানে করে কর্ণাটক রাজ্যের ধর্মস্থলগুলিতে ঘুরতে গিয়েছিলেন ৷ আজ অর্থাৎ 11 সেপ্টেম্বর ভোরে সবাই ট্যুর শেষ করে নিজ নিজ শহরে ফিরছিলেন । কিন্তু সেসময় হঠাৎ বেঙ্গালুরু-চেন্নাই জাতীয় সড়কে নটরামপল্লির কাছে চান্দিউরিতে তাদের মধ্যে একটি ট্যুরিস্ট ভ্যান পাংচার হয়ে যায় । এরপরেই ভ্যানের চালক রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেন ৷ এরপর সমস্ত যাত্রীরা গাড়ি থেকে নেমে যান এবং তাঁরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । তখনই একই রাস্তায় দ্রুতগামী একটি মিনি লরি এসে পিছন থেকে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানটিকে ধাক্কা মারে ।