পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Horrific Bus Accident: নাগপুর থেকে পুনেগামী বাসে আগুন! বুলধানায় ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত 26 - আগুন লাগে বাসটিতে

গভীর রাতে মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি প্রথমে একটি পোলে ধাক্কা মারে ৷ তারপর ডিভাইডারের সঙ্গে ৷ আগুন লাগে বাসটিতে ৷ মৃত্যু হয়েছে 26 জন যাত্রীর ৷ 8 জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
বাস দুর্ঘটনা

By

Published : Jul 1, 2023, 7:17 AM IST

Updated : Jul 1, 2023, 12:30 PM IST

বুলধানায় ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত 25

বুলধানা, 1 জুলাই: কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৷ শনিবার মহারাষ্ট্রের ইয়াভাতমল থেকে পুনে আসার পথে বুলধানায় বাসটিতে আগুন ধরে যায় ৷ বাসটি তখন সামরুদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ৷ তখন রাত 2টো ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারের জন্য তিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করছেন ৷ আহতদের পরিবারপিছু 50 হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ দুঃখ প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

অন্যদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশ ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ তিনি কালেক্টর এবং বুলধানার এসপির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ৷ একনাথ শিন্ডে জানিয়েছেন, জখম ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার ৷

বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানিয়েছেন, এখনও পর্যন্ত দগ্ধ বাসটি থেকে 25 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ জীবন্ত পুড়েই মৃত্যু হয়েছে যাত্রীদের ৷ বাসে মোট 33 জন যাত্রী ছিলেন ৷ 8 জন জখম হয়েছেন ৷ আহতদের বুলধানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: পিথোরাগড়ে পাঁচ ঘণ্টার মধ্যে খাদে পড়ল দু'টি গাড়ি, জোড়া দুর্ঘটনায় মৃত 3

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রাইভেট বাসটি প্রথমে একটি পোলে ধাক্কা মেরে তারপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে ৷ এরপরই বাসটি উলটে যায় এবং আগুন ধরে যায় ৷ 8 জন যাত্রী কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন ৷ বহু যাত্রী নাগপুর, ওয়ার্ধা এবং ইয়াভাতমলের বাসিন্দা ছিলেন ৷

বুলধানার এসপি সুনীল কাদাসানে একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বাসের টায়ারটি ফেটে গিয়েছিল ৷ তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোলে ধাক্কা মারে ৷ এরপর ডিভাইডারে ধাক্কা মারে বাসটি ৷ সেখান থেকেই বাসটিতে আগুন ধরে যায় ৷ বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে জীবন্ত পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে 25 জনের ৷ বাসচালক প্রাণে বেঁচে গিয়েছেন ৷ তিনিই পুলিশকে জানিয়েছেন, বাসটির টায়ার ফেটে আগুন ধরে যায় ৷ তারপরই বাসটি উলটে যায় ৷

আরও পড়ুন: ওড়িশায় বিয়েবাড়ির বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ! মৃত্যু কমপক্ষে 12 জনের, আহত 8

জুন মাসের শেষদিকে একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে ওড়িশায় ৷ কেওনঝার জেলার 20 নম্বর জাতীয় সড়কে বরযাত্রীরা দল বেঁধে কনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ৷ হঠাৎ একটি ট্রাক এসে এই বরযাত্রীদের মধ্যে ঢুকে পড়ে ৷ ট্রাকটি দ্রুতবেগে আসছিল ৷ বরযাত্রীদের মধ্যে 6 জনের ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ৷ এই দুর্ঘটনার জেরে বর বিয়ে না-করে বাড়ি ফিরে যান ৷

Last Updated : Jul 1, 2023, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details