বুলধানা, 1 জুলাই: কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় ৷ শনিবার মহারাষ্ট্রের ইয়াভাতমল থেকে পুনে আসার পথে বুলধানায় বাসটিতে আগুন ধরে যায় ৷ বাসটি তখন সামরুদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ৷ তখন রাত 2টো ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ৷ প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারের জন্য তিনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করছেন ৷ আহতদের পরিবারপিছু 50 হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ দুঃখ প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
অন্যদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবন্দ্র ফড়নবিশ ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ তিনি কালেক্টর এবং বুলধানার এসপির সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন ৷ একনাথ শিন্ডে জানিয়েছেন, জখম ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার ৷
বুলধানা পুলিশের ডেপুটি এসপি বাবুরাও মহামুনি জানিয়েছেন, এখনও পর্যন্ত দগ্ধ বাসটি থেকে 25 জনের দেহ উদ্ধার করা গিয়েছে ৷ জীবন্ত পুড়েই মৃত্যু হয়েছে যাত্রীদের ৷ বাসে মোট 33 জন যাত্রী ছিলেন ৷ 8 জন জখম হয়েছেন ৷ আহতদের বুলধানা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন: পিথোরাগড়ে পাঁচ ঘণ্টার মধ্যে খাদে পড়ল দু'টি গাড়ি, জোড়া দুর্ঘটনায় মৃত 3